জন্মগত ভাবে ঠোঁটে কালো দাগ আছে। এতে এ যাবত নানা সামাজিক সমস্যা, কথা শুনলেও এখন বিয়ের বিষয়টা চলে আসায় সমস্যা হচ্ছে। তাই এজন্য কি লেজার সার্জারি করা যাবে? এতে আকৃতির কোন পরিবর্তন হবে না। শুধু এক ধরনের আলো বা কার্বন ডাই অক্সাইড প্রবেশ করিয়ে, কালো রঙের জন্য দায়ী উপাদান নষ্ট করা হবে। এটা কি জায়েজ হবে?