আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
156 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (9 points)
closed by
জীন ও ইনসানের মৃত্যুর সময় মালাকুল মাওত ও উনার সাথে আরও সঙ্গী ফেরেশতাগণ আসবেন। আমার প্রশ্ন হল, মালাকুল মাওত বলতে কি শুধুমাত্র আজরাইল (আঃ) কেই বুঝানো হয়? উনিই প্রত্যেকের মৃত্যুর সময় আসেন? নাকি নির্দিষ্ট কারো নাম আল্লাহ জানাননি?
closed

1 Answer

0 votes
by (575,580 points)
selected by
 
Best answer
জবাব
বিসমিল্লাহির রহমানির রহিম


মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ 
قُلۡ یَتَوَفّٰىکُمۡ مَّلَکُ الۡمَوۡتِ الَّذِیۡ وُکِّلَ بِکُمۡ ثُمَّ اِلٰی رَبِّکُمۡ تُرۡجَعُوۡنَ ﴿۱۱﴾ 

বলুন, তোমাদের জন্য নিযুক্ত মৃত্যুর ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে। তারপর তোমাদের রবের কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেয়া হবে।
(সুরা সাজদাহ ১১)

وَ ہُوَ الۡقَاہِرُ فَوۡقَ عِبَادِہٖ وَ یُرۡسِلُ عَلَیۡکُمۡ حَفَظَۃً ؕ حَتّٰۤی اِذَا جَآءَ اَحَدَکُمُ الۡمَوۡتُ تَوَفَّتۡہُ رُسُلُنَا وَ ہُمۡ لَا یُفَرِّطُوۡنَ ﴿۶۱﴾ 

আর তিনি তাঁর বান্দাদের উপর পূর্ণ নিয়ন্ত্রণাধিকারী এবং তিনি তোমাদের উপর প্রেরণ করেন হেফাযতকারীদেরকে। অবশেষে তোমাদের কারও যখন মৃত্যু উপস্থিত হয় তখন আমাদের রাসূল (ফিরিশতা) গণ তার মৃত্যু ঘটায় এবং তারা কোন ক্রটি করে না।
(সুরা আনআম ৬১)


প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন, 
কুরআন ও হাদীসে মালাকুল মউত কে,এই বিষয়ে নির্দিষ্ট ভাবে বলা হয়নি।
মালাকুল মওত আসলে কে?
মুফাচ্ছিরিনে কেরামদের মাঝে মতবিরোধ সৃষ্টি হয়েছে।
 
ইবনে কাছির রহঃ বলেন
قال ابن كثير في "البداية والنهاية" (1/49) :
وأما ملك الموت فليس بمصرح باسمه في القرآن ، ولا في الأحاديث الصحاح، وقد جاء تسميته في بعض الآثار بعزرائيل ،
সারমর্মঃ
মালাকুল মওত সম্পর্কে কুরআন ও সহীহ হাদীসে স্পষ্ট বর্ণনা নেই।      
কিছু আছারে এই নাম জানা যায়।।

ফয়জুল কাদীরে উল্লেখ রয়েছেঃ 
ل المناوي في "فيض القدير" (3/32) بعد أن ذكر أن ملك الموت اشتهر أن اسمه عزرائيل ، قال :
ولم أقف على تسميته بذلك في الخبر 
সারমর্মঃ 
প্রসিদ্ধ হয়ে গিয়েছে যে মালাকুল মওত এর নাম আযরাঈল আঃ। 
হাদীসে আমি এই নাম সম্পর্কে অবগত হয়নি।    

ইমাম রাযী রহঃ বলেনঃ
وقال فخر الدين الرازي في تفسيره ؛( وَثَبَتَ بِالْخَبَرِ أَنَّ عِزْرَائِيلَ هُوَ مَلَكُ الْمَوْتِ ) 
 التفسير الكبير للامام الرازي، الجزء الثاني الصحيفة ١٧٨ الطبعة الاولى ١٩٨١ م
সারমর্মঃ  
খবর দ্বারা প্রমানীত যে আযরাঈল আঃ ই মালাকুল মওত।    

، و قال البغوي في تفسيره (مَلَكُ الْمَوْتِ الَّذِي وُكِّلَ بِكُمْ) أَيْ وُكِّلَ بِقَبْضِ أَرْوَاحِكُمْ وَهُوَ عزْرَائِيلُ )
 معالم التنزيل للامام البغوي تفسير سورة السجدة المجلد السادس ، صحيفة ١٧٨
সারমর্মঃ 
সমস্ত রুহ কবজের দায়িত্ব যাকে সপোর্দ করা হয়েছে,তিনিই আযরাঈল আঃ।   

 ، و ذكر ذلك أبو ابو حيّان في تفسير البحر المحيط ، والسيوطي في شرح صحيح مسلم وغيرهم، 
এগুলো আবু হায়্যান রহঃ তাফসিরে বাহরুল মুহিতে এবং ইমাম সুয়ুতী রহঃ সহীহ মুসলিমের শরাহতে এটি উল্লেখ করেছেন। 

প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন, 
মালাকুল মওত কে?
এই বিষয়ে যেহেতু মুফাচ্ছিরিনে কেরামগনদের মাঝে মতবিরোধ রয়েছে। 
তাই আমরা কেহ যদি মালাকুল মওত বলতে আযরাইল আঃ বলি,তাতেও সমস্যা নেই, এবং মালাকুল মওত বলতে এখানে নির্দিষ্ট কোনো নাম না নেয়া হলেও কোনো সমস্যা নেই।        


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...