এক ব্যাক্তি পরীক্ষায় নকল করে এসএসসি এবং এইচএসসি পাশ করে।দুটোতেই জিপিএ ৫ পায়।
এখন সে তওবা করতে চায়, আর কখনো ভবিষ্যতে পরীক্ষাতে নকল করবে না।
কিন্তু অনেকেই আছে যারা সৎভাবে পরীক্ষা দিয়েছে, কিন্তু জিপিএ কম পেয়েছে।
।
এখন নকলকারী এই সার্টিফিকেট দিয়ে কি অন্যান্য সৎ প্রতিযোগীদের সাথে চাকরিক্ষেত্রে বা ভার্সিটিতে পরীক্ষা দিতে পারবে?
যেহেতু বেশি জিপিএ এর জন্য নকলকারী ব্যাক্তি বেশি সুবিধা পাবে (ভার্সিটি ভর্তিতেও এগিয়ে থাকবে এবং চাকরি ক্ষেত্রেও)
এক্ষেত্রে সৎযোগ্য লোকেরা ঠকছে।বান্দার হক নষ্ট হচ্ছে।
তাহলে কি এই সার্টিফিকেট ব্যবহার করে ভার্সিটিতে ভর্তি হওয়া যাবে না?