জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হাদিস নামাজরত ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করতে নিষেধ করা হয়েছে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
لَوْ يَعْلَمُ الْمَارُّ بَيْنَ يَدَيْ الْمُصَلِّي مَاذَا عَلَيْهِ لَكَانَ أَنْ يَقِفَ أَرْبَعِيْنَ خَيْرًا لَهُ مِنْ أَنْ يَمُرَّ بَيْنَ يَدَيْهِ قَالَ أَبُو النَّضْرِ لَا أَدْرِي أَقَالَ أَرْبَعِيْنَ يَوْمًا أَوْ شَهْرًا أَوْ سَنَةً
‘যদি সালাত রত ব্যক্তির সম্মুখ দিয়ে গমনকারী ব্যক্তির জানা থাকত যে, তার উপর কী পাপের বোঝা চেপেছে, তাহলে ‘চল্লিশ’ পর্যন্ত দাঁড়িয়ে থাকাকেও সে প্রাধান্য দিত। আবু নাছর বলেন, আমি জানি না তিনি চল্লিশ দিন, মাস নাকি বছর বলেছেন’। [বুখারি হা/৫১০; মুসলিম হা/৫০৭]
অন্য হাদিসে রাসুলুল্লাহ সাঃ বলেন
إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلْيُصَلِّ إِلَى سُتْرَةٍ وَلْيَدْنُ مِنْهَا وَلاَ يَدَعْ أَحَدًا يَمُرُّ بَيْنَ يَدَيْهِ فَإِنْ جَاءَ أَحَدٌ يَمُرَّ فَلْيُقَاتِلْهُ فَإِنَّهُ شَيْطَانٌ
“তোমাদের কেউ সালাত আদায় করতে চাইলে যেন সুতরা সামনে রেখে সালাত আদায় করে এবং এর নিকটবর্তী হয়। সে যেন তার সামনে দিয়ে কাউকে অতিক্রম করতে না দেয়। অতএব যদি কেউ সামনে দিয়ে অতিক্রম করে, তাহলে সে যেন তার সাথে লড়াই করে। কারণ সে একটা শয়তান।”[আবু দাউদ হা/৬৯৪-৯৫; ইবনে মাজাহ হা/৯৫৪; সহীহুল জামে‘ হা/৬৪১, ৬৫৩, সনদ সহীহ।]
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
নামাজের সময় কেউ সামনে থাকলে কোনো সমস্যা নেই।
তবে কেউ সামনে দিয়ে অতিক্রম করলে সমস্যা হবে।
এক্ষেত্রে সেই অতিক্রম কারীর গুনাহ হবে।
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার সালাত হবে, সমস্যা নেই।