চুলে কোনো প্রানির বিষ্টা লাগার পর ( কিসের বিষ্টা আমি সিওর নই) চুল ধুয়ে ফেলি।৩,৪ বার হাতে পানি নিয়ে চুল ধুয়ে ফেলি।কিন্তু চুলের পানি ঝরিয়ে না ফেলে আমি চলাফেরা শুরু করি । এতে চুলে থাকা পানি ফোটা ফোটা করে আমার কাপড়ে পড়ে।সেই কাপড় করে আমি নামাজ ও আদায় করি। আমার প্রশ্ন চুলের এই পানি কি নাপাক হিসেবে গন্য হবে? এই পানি কি আমার কাপড়কে নাপাক করে দিবে?