ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
গরীব দেখে কাউকে দিয়ে দেন।
(২)
না রাখাই উত্তম। হ্যা, আপনি রাখতেও পারবেন।তবে সর্বোত্তম হল, কাউকে দিয়ে দেয়া।
(৩)
নিজের বাবা-মায়ের হালাল-হারাম মিশ্রিত ইনকাম থেকে(আমার জানামতে হালালের পরিমাণ বেশি)বান্ধবী বা অন্য কাউকে উপহার দেয়া বা কিছু খাবার কিনে দেয়া যাবে না।
(৪)
যদি নিয়মিত সমস্যা হয়, তাহলে বসে নামায পড়ে নিবেন।
(৫)
না জায়েয হবে না।
(৬)
জ্বী,নিয়তটা ঠিক আসে।
(৭)
এভাবে কাপড় ধৌত করাটা সন্দেহ জনক।সুতরাং অতীতের সমস্ত নামাযকে সতর্কতামূলক দোহড়িয়ে নিবেন।
(৮)
জ্বী, তিরবারই ধৌত করতে হবে।
(৯)
নামায হবে, তবে এমনটা করা কখনো উচিৎ হবে না।