বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
মুআয ইবনু জাবাল (রাঃ) থেকে বর্ণিত।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ هَاشِمِ بْنِ مَرْزُوقٍ حَدَّثَنَا عَبِيدَةُ بْنُ حُمَيْدٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ عُبَيْدِ اللهِ عَنْ عُبَيْدِ اللهِ بْنِ مُسْلِمٍ الْحَضْرَمِيِّ عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّ السِّقْطَ لَيَجُرُّ أُمَّهُ بِسَرَرِهِ إِلَى الْجَنَّةِ إِذَا احْتَسَبَتْهُ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ সেই সত্তার শপথ, যাঁর হাতে আমার প্রাণ! গর্ভপাত হওয়া সন্তানের মাতা তাতে সওয়াব আশা করলে ঐ সন্তান তার নাভিরজ্জু দ্বারা তাকে টেনে জান্নাতে নিয়ে যাবে।(সুনানে ইবনে মাজা-১৬০৯)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
গর্ভের মধ্যে সন্তানের বয়স ৪ মাস হয়ে গেলে, তখন সন্তানের মধ্যে রুহ চলে আসে, এই রুহ চলে আসার পর যেই সন্তান মারা যাবে, সেই সন্তান আল্লাহর কাছে তার মাতাপিতার জন্য সুপারিশ করবে।
আপনারদের ভুল হয়নি।আপনারা আল্লাহর বিধান মানার পুরোপরি চেষ্টা করুন।