ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
বিযের পূর্বে পাত্রর বাবা আপনার জন্য গায়রে মাহরাম। হ্যা বিয়ের পর পাত্রর বাবা আপনার মাহরাম হবে। ফিতনার আশংকা না থাকলে, মাহরামের সামনে যাওয়া জায়েয। সুতরাং ফিতনার সমূহ সম্ভাবনাকে এড়িয়ে পর্দার সাথে পাত্রর বাবার সামনে যেতে পারবেন।
https://www.ifatwa.info/2898 নং ফাতাওয়ায় বলেছি যে,
পাত্র-পাত্রীর পরস্পর দেখা সাক্ষাৎ ও অালাপ চারিতার কয়েকটি মূলনীতি-
(১)খালওয়াত হতে পারবে না।
(২)মুবাহ বিষয় ব্যতীত অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা যাবে না।
(৩)ফিতনা থেকে নিরাপদ থাকতে হবে।যদি কামভাব জাগ্রত হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়,অথবা কোনো একজন উপভোগ করতে শুরু করে নেয়,তাহলে তখন সেটা হারাম হয়ে যাবে।
(৪)মহিলা নরম ভাষায় কথা বলতে পারবে না।
(৫)মহিলা পূর্ণ হেজাব তথা কবজা পর্যন্ত হাত,টাখনু পর্যন্ত পা,এবং মুখ ব্যতীত সমস্ত শরীর ঢেকে রাখবে।
(৬)প্রয়োজন অতিরিক্ত কথাবর্থা বলা যাবে না।
যখন এই সব শর্ত পাওয়া যাবে, তখনই মূলত পাত্র-পাত্রী পরস্পর আলোচনা ও দেখা সাক্ষাৎ করতে পারবে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনার প্রতি পরামর্শ হল,
আপনি পাত্রর সাথে যোগাযোগ বা আলাপ আলোচনা করতে পারেন বা লোক মারফত আলোচনা করতে পারেন, সে যদি আপনাকে হালাল ভক্ষণ করাতে ওয়াদাবদ্ধ হয়, এবং ভবিষ্যতে পর্দার বিষয়ে আপনাকে সমর্থন দিবে বলে ওয়াদাবদ্ধ হয়, তাহলে আপনি সাময়িকভাবে পাত্রর বাবার সামনে বের হতে পারবেন,যেহেতু আপনারা উভয় পরিবারের সম্মতি হয়ে গেছে।তাই শুধুমাত্র এ কারণে সম্বন্ধ কে বাদ দেয়া উচিৎ হবে না।তবে ভবিষ্যতে আপনি কখনো বের হবেন না, সেই বিষয়টা সবাইকে জানিয়ে দিবেন।