ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আল্লাহ তা'আলা বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِّنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ ۖ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَب بَّعْضُكُم بَعْضًا ۚ أَيُحِبُّ أَحَدُكُمْ أَن يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ ۚ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَّحِيمٌ
মুমিনগণ, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাক। নিশ্চয় কতক ধারণা গোনাহ। এবং গোপনীয় বিষয় সন্ধান করো না। তোমাদের কেউ যেন কারও পশ্চাতে নিন্দা না করে। তোমাদের কেউ কি তারা মৃত ভ্রাতার মাংস ভক্ষণ করা পছন্দ করবে? বস্তুতঃ তোমরা তো একে ঘৃণাই কর। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু।( সূরা হুজুরাত-১২)
তাফসীরে জালালাইনে উক্ত আয়াতের ব্যখ্যায় বলা হয়,
{يأيها الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِنَ الظَّنّ إنَّ بَعْض الظَّنّ إثْم} أَيْ مُؤْثِم وَهُوَ كَثِير كَظَنِّ السَّوْء بِأَهْلِ الْخَيْر مِنْ الْمُؤْمِنِينَ وَهُمْ كَثِير بِخِلَافِهِ بِالْفُسَّاقِ مِنْهُمْ فَلَا إثْم فِيهِ فِي نَحْو مَا يَظْهَر مِنْهُمْ
মু'মিনদের নিয়ে মন্দ ধারণা গোনাহ।তবে ফাসিকদের সম্পর্কে মন্দ ধারণা গোনাহ নয়।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
কারো ব্যাপারে বিনা প্রমাণে নিশ্চিত সন্দেহ করা হল, গোনাহের এক প্রকার। তবে যদি কারো ব্যাপারে নিশ্চিত সন্দেহ করা না হয়, বরং অতীতের কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে কাউকে দেখলেই সন্দেহ হয় এবং মনে ভয় ঢুকে যায় যে,হতে পারে সে এমনটা করবে, তাহলে সেটা গোনাহ হবে না।
এজন্য তো আল্লাহ তা'আলা বলেছেন, কিছু কিছু ধারণা বা সন্দেহ গোনাহ। সমস্ত ধারণা বা সন্দেহকে আল্লাহ তা'আলা গোনাহ আখ্যায়িত করেননি। অর্থাৎ নিজের জান মাল ও ইজ্জত আব্রুকে হেফাজত করার স্বার্থে কারো ব্যাপারে নেগেটিভ চিন্তাভাবনা আসলে,সেই সন্দেহ গোনাহ হবে না। তবে কাউকে অযথা বিরক্ত ও উত্তোক্ত করার নিমিত্তে তার ব্যাপারে সন্দেহ হলে,সেটা অবশ্যই গোনাহ বলে বিবেচিত হবে।