ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
হুবহু জুতা দিলেই হবে। আমানতে জামানত নাই।যদি জুতাগুলো আপনার নিকট আমানত থাকে, এবং সেগুলো কোনো ভাবে অনিচ্ছাকৃত হারিয়ে যায়, তাহলে আপনার জন্য সেই জুতাগুলোর ভর্তুকি দেয়া জরুরী।নয়। তবে আপনি নিজ পক্ষ্য থেকে দিয়ে দিতে চাইলে তা পারবেন।
(২)
সালাতের জন্য অপেক্ষারত অবস্থায় সালাতের সওয়াব পাওয়া যায়, ইকামতের আগ পর্যন্ত দুআ কবুল হয়।
মহিলারা এক নামাযের পর অন্য নামাযের অপেক্ষায় থাকলেই সে সওয়াব পাবে। এবং সে যখন নামাযে দাড়াবে, ঠিক এর পূর্ব মুহূর্তে যদি সে দু'আ করে, তাহলে আল্লাহ সেই দু'আ কে কবুল করে থাকেন।
(৩)
জ্বী, যাবে।
(৪)
ঋণ ফেরত দেয়ার সময় কিছু অতিরিক্ত দিয়ে দেয়ার নামই উত্তমভাবে ফিরিয়ে দেয়া।
(৫)
বড় ভাইয়ের দায়িত্ব হল, ছোট ভাইকে বুঝানো।প্রয়োজনে মা বাবাকে জানানো।