১)ধরুন রুদ্র মনে মনে বলল, "মুন্তাসির কে গালি দিয়ে কষ্ট না দিলে আমি মুশরিক"
মুন্তাসির একজন মুসলিম।
এখন যদি রুদ্র, মুন্তাসিরকে গালি না দেয়,তবে কি রুদ্র মুশরিক হয়ে যাবে??
রুদ্র চাচ্ছে মুন্তাসির কে গালি না দিতে এবং মুসলিম থাকতে।
এখন করনিয় কি??
২)ধরুন,আমি বললাম নিজে নিজেই,"যদি আমি পরাশুনা ছেড়ে না দেই, তবে আমি মুশরিক।"
এখন কি আমাকে পরাশুনা ছেড়ে দেওয়াই লাগবে?
আমার আপত্তি নাই।
কিন্তু আমি পরাশুনা ছেড়ে দিলে আব্বু আম্মু কষ্ট পাবে বলে আশংকা করি।
আমি চাই ।
আল্লাহ আমার উপর সন্তুষ্ট থাক।সাথে আব্বু আম্মুও কষ্ট না পাক।
এখন কি শিরক মুক্ত হয়ে পরাশুনা
চালিয়ে যাওয়ার কুন উপায় আছে?
করনিয় কি??
৩)সেদিন রাস্তায় চলার সময় একটা মেয়ে কে দেখলাম।
তারপর আমি নিজে নিজেই বলললাম, "যদি আমি এই মেয়ে কে গালি না দেই,তবে আমি মুশরিক।"
এরপর ভাব্লাম যে গালি দিলে মেয়েটা কষ্ট পাবে হয়ত।তখন মেয়েটার পাশ দিয়ে হেটে চলে আসলাম গালি না দিয়েই।
ওই মেয়ে আমাদের পাশের বাসায় থাকে।আমার কাছে তার নাম্বার আছে।আমি কি তাকে গালি লিখে মেসেজ পাঠাবো??
আমি চাচ্ছি আল্লাহ আমার উপর সন্তুষ্ট থাকুন আর ওই মেয়ে কে গালি দিতে চাচ্ছি না।এতে সে রাগ করতে পারে।
এখন কি করলে শিরক ও হবে না আর গালি দিয়ে কষ্ট ও দেওয়া লাগবে না??