জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
জন্ম নিয়ন্ত্রণ এর স্থায়ী পদ্ধতি।
যার দ্বারা নারী বা পুরুষ প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলে।এই পদ্ধতিটি সম্পূর্ণ অবৈধ। আল্লামা বদরুদ্দিন আইনী (র.) বুখারী শরীফের ব্যাখ্যায় উল্লেখ করেন: و هو محرم بالاتفاق অথাৎ স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন সর্বসম্মতক্রমে হারাম।(উমদাতুল ক্বারীঃ ১৪/১৪ পৃঃ)
হাদিস শরিফে এসেছে, ইব্নু মাস’ঊদ রাযি. থেকে বর্ণিত,তিনি বলেন,
كُنَّا نَغْزُوْ مَعَ النَّبِيِّ
صلى الله عليه وسلم لَيْسَ لَنَا نِسَاءٌ فَقُلْنَا يَا رَسُوْلَ اللهِ أَلاَ
نَسْتَخْصِي فَنَهَانَا عَنْ ذَلِكَ.
আমরা রাসূলুল্লাহ ﷺ-এর সঙ্গে জিহাদে অংশগ্রহণ করতাম।
আমাদের সঙ্গে আমাদের বিবিগণ থাকত না। তাই আমরা বললাম, হে
আল্লাহর রসূল! আমরা কি খাসি হয়ে যাব? তিনি আমাদেরকে তা করতে নিষেধ করলেন।(সহীহ
বুখারী, হাদীস ৫০৭৫)
বিস্তারিত জানুনঃ
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ মতে যদি পরবর্তী সন্তান গ্রহনে স্ত্রীর জীবনের ঝুকির আশংকা হয়,তাহলে অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ এর পদ্ধতি অবলম্বন করতে পারবে।
কোনোভাবেই স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ এর পদ্ধতি অবলম্বন করা জায়েজ হবেনা।
★তাই প্রশ্নে উল্লেখিত ছুরতে চিরস্থায়ীভাবে স্ত্রীর গর্ভধারণ প্রক্রিয়া বন্ধ করে দেয়া জায়েজ হবেনা।
জন্ম নিয়ন্ত্রণ এর অস্থায়ী পদ্ধতি অবলম্বন করা যাবে।