জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
শরীয়তের বিধান হলো কোনো নাপাকি বিহীন পুরুষাঙ্গ শুকনো অবস্থায় ,অন্ডকোষ, পায়খানা বের হওয়ার রাস্তা শুকনো অবস্থায়, সরাসরি শুকনো হাত দিয়ে স্পর্শ করলে হাত নাপাক হয়না।
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا مُلَازِمُ بْنُ عَمْرٍو الْحَنَفِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَدْرٍ، عَنْ قَيْسِ بْنِ طَلْقٍ، عَنْ أَبِيهِ، قَالَ قَدِمْنَا عَلَى نَبِيِّ اللهِ صلي الله عليه وسلم فَجَاءَ رَجُلٌ كَأَنَّهُ بَدَوِيٌّ فَقَالَ يَا نَبِيَّ اللهِ مَا تَرَى فِي مَسِّ الرَّجُلِ ذَكَرَهُ بَعْدَ مَا يَتَوَضَّأُ فَقَالَ " هَلْ هُوَ إِلَّا مُضْغَةٌ مِنْهُ " . أَوْ قَالَ - " بَضْعَةٌ مِنْهُ "
ক্বায়িস ইবনু তালক থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমরা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উপস্থিত হলাম। তখন সম্ভাব্য এক বেদুইন ব্যক্তি এসে জিজ্ঞাসা করল, হে আল্লাহর রসূল! কোন ব্যক্তি অযু করার পর নিজ পুরুষাঙ্গ স্পর্শ করলে তার ব্যাপারে আপনার অভিমত কি? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওটা তো তার শরীরের গোশতের একটি টুকরা বা অংশ মাত্র।
(তিরমিযী (অধ্যায়ঃ পবিত্রতা, অনুঃ যৌনাঙ্গ স্পর্শ করলে উযু করতে হবে না হাঃ ৮০),আবু দাউদ ১৮২. নাসায়ী (অধ্যায়ঃ পবিত্রতা, অনুঃ লজ্জাস্থান স্পর্শ করলে উযু না করা, হাঃ ১৬৫), এবং নাসায়ী ‘সুনানুল কুবরা’ (অধ্যায়ঃ পবিত্রতা, হাঃ ১৬০)
বিস্তারিত জানুনঃ
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি তো নিশ্চিত নন যে তার হাতে মল চলে এসেছে।
আপনি সন্দিহান যে তার হাতে কিছু পরিমান মল চলে আসতে পারে।
নিশ্চিত ভাবে আপনি তার হাতে/সে যাহা যাহা স্পর্শ করে,সেসব স্থানে মল দেখতে না পেলে, বা মলের গন্ধ না পেলে আপনি উক্ত জিনিসপত্র গুলোকে নাপাক বলতে পারবেননা।
সে যাহা যাহা ধরেছিলো,সেসব জিনিসপত্রে মল থাকলে তো দেখা যাবেই,নতুবা গন্ধ তো অবশ্যই আসবে।
সুতরাং মানসিক ভাবে চিন্তিত হওয়ার কিছু নেই।
(০২)
প্রশ্নে উল্লেখ রয়েছে যে ""বসার সময় তার লজ্জাস্থানগুলো হয়তো ভিজা ছিল""
তার মানে আপনি বিষয়টি নিয়ে সন্দিহান।
সন্দেহের ভিত্তিতে এসব বস্তুকে নাপাক বলা যায়না।
আপনি যদি সেসব বস্তুতে পেশাবের গন্ধ পান,তাহলে নাপাক ধরবেন,নতুবা পাক ধরবেন।