জবাব
বিসমিল্লাহির রহমানির রহিম
হাদীস শরীফে এসেছেঃ
وَعَنْ أَنَسٍ قَالَ : قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ : «الْمَرْأَةُ إِذَا صَلَّتْ خَمْسَهَا وَصَامَتْ شَهْرَهَا وَأَحْصَنَتْ فَرْجَهَا وَأَطَاعَتْ بَعْلَهَا فَلْتَدْخُلْ مِنْ أَىِّ أَبْوَابِ الْجَنَّةِ شَاءَتْ»
আনাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোনো মহিলা যদি পাঁচ ওয়াক্ত সলাত আদায় করে, রমাযানের সিয়াম পালন করে, গুপ্তাঙ্গের হিফাযাত করে, স্বামীর একান্ত অনুগত হয়। তার জন্য জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশের সুযোগ থাকবে।
(মিশকাতুল মাসাবিহ ৩২৫৪)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার জন্য করনীয় হবে মুরব্বিদের সাথে বসে তাদের মাধ্যমে তাকে বুঝানো।
যাতে সংসার জীবনে সে আপনাদের গুরুত্ব দেন,পূর্ণ ভাবে স্ত্রী ও সন্তানের হক আদায় করেন।
সমাধানের পথে না গিয়ে এভাবে তাকে রাগ দেখানো কোনোভাবেই বৈধ হবেনা।
একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ও উপরের হাদীস মোতাবকে জান্নাত লাভের আশায় স্বামীর সাথে রাগারাগি বন্ধ করে দিন।
দুনিয়ার এই সাময়ীক সময়ের কষ্টের কারনে মহান আল্লাহ তায়ালা আখেরাতের জীবনে উত্তম জাযা দিবেন,ইনশাআল্লাহ।
সেই আশা নিয়ে ধৈর্য়ের সাথে সংসার চালিয়ে যাওয়ার পরামর্শ থাকবে।
আপনার স্বামীকে দুনিয়াবী জিন্দেগীতে আপনার জন্য আখেরাতের পরীক্ষা মনে করবেন।