আসসালামু আলাইকুম।
১।শহিদ মিনারে ফুল দেয়া,
২।স্মৃতিসৌধে ফুল দেয়া,
৩।গণ্যমান্য ব্যাক্তির কবরে পুষ্পস্তবক অর্পণ করা
এই কাজগুলো কি সুস্পষ্ট শিরক?বাংলাদেশে বহু মানুষ বছরের পর বছর ধরে এসব করে আসছে,তারা কি নিশ্চিতভাবে মুশরিক?এছাড়াও বাংলাদেশ সরকার এইসব শিরকি কর্মকাণ্ড গুলো করতে নির্দেশ দেয়,এসব অনুষ্ঠানের ব্যবস্থা করে,এগুলো করতে মানুষকে উৎসাহ দেয়।তারাও কি মুশরিক?