আমার একটা বিয়ে ভেংগে যায়।আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল।সেটার কারণ হিসেবে ৩ টা কারণ দেখানো হয়েছে।
১. আমার হাইট ৫'২" কিন্তু তিনি চান ৫'৪"
২. আমার চোখে চশমা পড়ি
৩. আমার ভাই নেই
দ্বীনদারিতা দেখার পর এসব বিষয় নিয়ে বিয়ে ভেঙে দেওয়া কতটা যৌক্তিক? আর ভাই না থাকলে বিয়ে করা যাবে না এটা ইসলামি শরীয়াহ এর কোন রীতির মধ্যে পড়ে?