দুইজন নাবালেগ ছেলেমেয়ের পিতা, তারা পরষ্পরকে বেয়াই ডাকতো ছেলেমেয়ের বিয়ের নিয়ত ছাড়াই। অথচ তাদের দুইজনের পরিবারের মধ্যে কোন দিক দিয়েই কোন বৈবাহিক সম্পর্ক নেই অর্থাৎ তারা সত্যি সত্যিই পরষ্পরের বেয়াই নয়। অনেক মানুষের সামনেই তারা পরষ্পরকে এভাবে ডাকতো। এখনো ডাকে। এখন তাদের সন্তানেরা বালেগ হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, এতে কি তাদের ছেলেমেয়েদের বিয়ে হয়ে যাওয়ার কোন সম্ভাবনা আছে?