আসসালামু আলাইকুম হুজুর,,, আমি একটা বিষয় নিয়ে খুবই মানসিক পেরেশানিতে আছি। প্রস্রাব করার সময় প্রস্রাবের ছিটা আসে। আমি এইসময় প্রস্রাবের গতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করি কিন্তু পারি না। আমি জানি না এই সমস্যা শুধু আমার কিনা। প্রস্রাবের সময় আমি প্রস্রাবের ছিটা লাগছে তা বুঝতে পারি। হাতে, পায়ে, আবার খালি গায়ে গেলে শরিরেও লাগে। রঙিন টিস্যু দিয়ে চেক করলেও দেখা যায়। এখন যতবার টয়লেটে যায় ততবার গোসল করা বা কাপড় বদলানো সম্ভব না। প্রস্রাবের ছিটা হয়ত একবারে এক দিরহামের বেশি হয় না। কিন্তু বার বার যাওয়ার ফলে কাছাকাছিতো হয়ই। আবার ওজু ইস্তেঞ্জার প্রয়োজন হয়। ওই সময় কাপড় ভিজে যায়। নামাজ পড়ার সময় ওই কাপড়ে নামাজ পড়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগি। অনেক সময় কাপড় পরিবর্তনেরও কোন সুযোগ থাকে না। কোথাও ঘুরতে গেলে খুব প্রেসারে থাকি। সব মিলিয়ে আমার কি করা উচিত? একটা সমাধান দিলে খুবই উপকৃত হতাম।