ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আপনার আম্মু যদি ব্যান্ডেজের উপর মাসেহ করতে না পারেন, তাহলে আপনি হাতে পানি নিয়ে ব্যান্ডেজের উপর মাসেহ করে দিবেন।যদি আপনিও মাসেহ করে না দিতে পারেন, তথা আপনার আম্মুর কষ্ট হয়, তাহলে আপনার আম্মুকে আপনি তায়াম্মুম করে দিবেন।তায়াম্মুমের জন্য নিয়ত শর্ত বা ফরয।সুতরাং আপনার আম্মুকে তায়াম্মুমের নিয়ত করার জন্য বলবেন।
তায়াম্মুম এর ফরয তিনটি যথা-
(১)নিয়ত করা
(২)দুই হাত পবিত্র মাটিতে মেরে/লাগিয়ে তার পর হাতকে হাতকে ঝাটকা দিয়ে বালু ঝেড়ে সমস্ত মুখ মাসেহ
(৩)এইভাবে দুনু হাতকে মিটিতে মেরে অতঃপর ঝাটকা মেরে কনুই পর্যন্ত মাসেহ করা।
এই তিনটি বিষয় খেয়াল করো তায়াম্মুম করলেই তায়াম্মুম হয়ে যাবে।