আসসামুআলাইকুম ওরাহমাতুল্লা।
১।শায়েখ ধরেন কোন স্ত্রীকে তার স্বামি তালাকের অধিকার দিছে।কিন্তুু স্ত্রী জানে না মেয়েরা তালাক দিতে পারে ইসলামী শরিয়ত মত। এমনিতে আদালতের মাধ্যমে পারে সেটা জানত।মেয়েরা তালাক নিতে পারে সেটা জানত না স্বামী অধিকার দিলে।তহ স্ত্রী আর স্বামী দূরে থাকে। মনমালিন্যে হলে স্ত্রী যদি বলে আমাকে আর পাবে না,আস্তে আস্তে সব বুঝবে।এসব কথা দ্বারা কি তালাক হবে? আসলে সে জানেই না মেয়েরা তালাক নিতে পারে।এসব কথা বলার সময় মনে তালাকের চিন্তা ছিল কিনাও মনে নেই ওর।থাকলেও যদি না বলে স্ত্রীর এসব কথা দ্বারা কি তালাক হবে?
২।ধরেন কোন গান যেখানে ছেড়ে যাওয়ার কথা আছে বা পাবে না আর স্ত্রীকে এইরকম কথা আছে।ওইরকম গান স্বামীকে দিলে দেখার জন্য বা মনের কস্টে গাইলে কি তালাক হবে? মানে সেই স্ত্রী যদি না জানে মেয়েরা তালাক দিতে পারে স্বামী অধিকার দিলে,সে জানল শুধু পুরুষেরা পারে।তাহলে কি তালাক হবে ওই গান দ্বারা।আর যদি জানার পর এমনিতে মনের অজান্তে গেয়ে ফেলছে হঠাত মনে তালাকের চিন্তা আসলে না না করলে কি তালাক হবে? যদি স্বামী স্ত্রীকে তালাকের অধিকার দেয়।