আসসালামু আলাইকুম
আমার আম্মু বালিকা হওয়ার পর রাগের বসে একটা রোজা ভেঙে পেলেছিল এখন তার সরন হইছে এখন,,,, সে রোজার কাফফারা কি দেওয়া যাই,,,টাকার মাধ্যমে কি দেওয়া যাবে আর দেওয়া গেলে একটা রোজার জন্য কত টাকার কাফফা আসবে,,আর এই কাফফারা টাকা কাকে দেওয়া যাবে,,,,কোন বেনামাজি কে কি দেওয়া যাবে,,,,
২ আমার দাদি মারা গেছে আজ ৭/৮ বছর আমার দাদি মারা যাওয়ার আগে অসুস্থ থাকা অবস্থাই ১০/১৫ দিন নামাজ ও রোজা কাযা হয়ে ছিল এখন এই নামাজ ও রোজার কাফফারা কিভাবে দেওয়া যাবে
৩ ছোট বেলাই অনেক শপথ করেছি তবে না বুজে শপথ ভেঙে ও ফেলেছি এখন আমি বুজতেছি,,আমি কি করে আমার পূর্বের শপথের কাফফফারা কিভাবে আদাই করতে পারব
আসসালামু আলাইকুম