ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
(০১)
যেহেতু অযুর পর আপনি আর কোনো দুনিয়াবি কাজে মগ্ন হননি,তাই এতে আপনার নিয়্যাত ঠিক আছে।
(০২)
আপনাত ইতিকাফ ভেঙ্গে যায়নি।
(০৩)
আপনার নামাজ হয়ে গিয়েছে।
তবে ২য় বার আবারো এ হাত বাঁধা উচিত হয়নি।
(০৪)
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، وَمُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، - الْمَعْنَى - عَنْ وُهَيْبٍ، عَنْ مُصْعَبِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم " إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا وَلَا تُكَبِّرُوا حَتَّى يُكَبِّرَ وَإِذَا رَكَعَ فَارْكَعُوا وَلَا تَرْكَعُوا حَتَّى يَرْكَعَ وَإِذَا قَالَ سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ فَقُولُوا اللهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ "
আবূ হুরাইরাহ্ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ইমাম এজন্যই নিয়োগ করা হয়, যেন তার অনুসরণ করা হয়। কাজেই ইমাম তাকবীর বললে তখন তোমরাও তাকবীর বলবে। ইমাম তাকবীর না বলা পর্যন্ত তোমরা তাকবীর বলবে না। ইমাম রুকু' করলে তোমরাও রুকু' করবে। ইমাম রুকু' না করা পর্যন্ত তোমরা রুকু‘ করবে না। ইমাম ‘‘সামিআলাহু লিমান হামিদাহ্’’ বললে তোমরা বলবে, ‘‘আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ’’।
(আবু দাউদ ৬০৩)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
আপনার নামাজ হয়ে গিয়েছে।
তবে সুন্নাতের খেলাফ হয়েছে।
উল্লেখ্য,এভাবে মুক্তাদির ভুলের কারনে সাহু দেজদাহ দেয়ার কোনো বিধান নেই।
(০৫)
জোহরের পরে ২ রাকাত সুন্নাত আদায় করে আগের সেই চার রাকাত সুন্নাত আদায় করবেন।
(০৬)
আপনি সাহেবে তারতিব হলে আগের ওয়াক্তের নামাজই আগে আদায় করতে হবে।
আর সাহেবে তারতিব না হলে বিষয়টি আপনার ইচ্ছাধীন।
চাইলে আগের ওয়াক্তের নামাজ আগে আদায় করতে পারেন,চাইলে সেই ওয়াক্তের নামাজ আগে আদায় করতে পারেন।
আপনি সাহেবে তারতিব কিনা,এ সংক্রান্ত জানুনঃ
আগের সেই ওয়াক্তের নামাজ এর কাজা আদায়ের ক্ষেত্রে সুন্নাত নামাজ আদায় করতে হবেনা।
কেননা সুন্নাতের কাজা নেই।