আসসালামু আলাইকুম
আমরা ৪ তলায় থাকি। আমার পিতা একটি নতুন আলমারি অর্ডার দিয়েছিলেন যা আজকে এসেছে। আলমারি উপরে উঠানোর সময় ২য় তলার সিড়িতে আটকে গিয়েছিলো এবং উঠানো যাচ্ছিলো না। তো আমার পিতা আমাকে আদেশ করেন একটি টেপ নিয়ে আসতে। আসলে তিনি বুঝাচ্ছিলেন একটা মাপ-ফিতা আনার কথা, আলমারির সাইজ মাপার জন্যে। কিন্তু তা শুরুতে আমি বুঝতে পারিনি, কারণ তিনি বলেছিলেন টেপ আনতে। আমি একটি টেপ নিয় গেলে তিনি আমাকে অযথা ঝাড়ি দিয়ে বকা-ঝকা করেন। কিন্তু এবারও তিনি খোলাসা করে বলেননি যে তিনি মাপ-ফিতা খুঁজছিলেন, টেপ নয়। তাই আমি আবারও উপরে ৪ তলায় উঠে অন্যরকম একটি টেপ নিয়ে এরপর নিচে পিতার কাছে গিয়েছিলাম, এবারও তিনি ঠিক করে কিছু না বলে আমাকে অযথা বকা-ঝকা করেন। তো আমি এবার চলে আসি ওখান থেকে, কিন্তু আসার পথে আমার মামা বুঝিয়ে বলেন যে আমার পিতা আসলে টেপ নয়, মাপ-ফিতা খুঁজছিলেন। এবার আমি মাপ-ফিতার কথা বুঝতে পারলেও অযথা বকা-ঝকা করার কারণে আমি এবার আর ইচ্ছা করেই পিতার সামনে মাপ-ফিতা নিয়ে যাইনি, উপরে আমার রুমে বসে ছিলাম। এখন প্রশ্ন হলো, বকা-ঝকা করার কারণে যে আমি মাপ-ফিতা নিয়ে যাইনি আর, এর কারণে কি আমি পিতার অবাধ্য হিসেবে গণ্য হব? উল্লেখ্য আমি পিতার সাথে কোনো খারাপ ব্যবহার করিনি। যদি এরপরও গুনাহগার হয়ে থাকি তাহলে আমার করণীয় কি?