আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
281 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (2 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারাকাতুহ।

আমার ফুপাতো ভাই এর জন্য আমায় বিয়ের প্রস্তাব দিসেন পরিবার। পরিবারের বেশিরভাগ সদস্যা রাজি শুধু ২/১জন বাদে। ফুপাতো ভাই নামাজ পড়েন জানি, কিন্তু নিয়মিত কিনা জানিনা। এমনিতে সে খুবই শান্তশিষ্ট কিন্তু রাগ হলে সব তার মায়ের উপর উঠায়।

এখন আমি ১৭দিন যাবত এস্তেখারা করছি, মাঝে কয়েকবার পজেটিভ মনে হয়েছিল, কিন্তু স্বপ্নের মাধ্যমে তেমন কিছু দেখিনি জাতে আমি পুরোপুরি এটাকে পজেটিভ ধরবো। প্রস্তাব দেওয়ার শুরুতে একদম মন টানেইনি। কিন্তু এখন তেমন কিছু লাগেনা। মনে হয় হলে হোক, নাহলেও কোনো সমস্যা নেই। দ্বিধা কাজ করে খুব। ফুপাতো ভাই সহ তাদের পরিবারের সবাই খুব রাজি। ফুপি বলেছেন পর্দার কোনো সমস্যা হবে না সেখানে। ফুপি ইসলামিক মাইন্ডের।

পরিবারের যারা এস্তেখারা সম্পর্কে বুঝে তারা শুধু রেজাল্ট জানতে চায়। কিন্তু আমিতো কিছুই বুঝতে পারছিনা কি বলবো।
আমার আব্বু ইসলাম বিষয় পুরোপুরি অজ্ঞ। এস্তেখারা বিষয়ও সে বুঝবে না। আব্বুর কথা শুনে মনে হয়েছে সে রাজি, তার আপত্তি নেই। আর যদি একবার সে মনস্থির করে এখানেই হবে তাহলে পাত্রীর মতামত নেওয়া প্রয়োজন মনে করবে না।

এখন আমি কিভাবে বুঝবো এস্তেখারা পজেটিভ নাকি নেগেটিভ??মানে কেমন আলামত হলে বুঝবো?

1 Answer

0 votes
by (572,970 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-


রাসুল সাঃ কুফু মিলাইতে বলেছেনঃ
 
وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ : «تُنْكَحُ الْمَرْأَةُ لِأَرْبَعٍ : لِمَالِهَا وَلِحَسَبِهَا وَلِجَمَالِهَا وَلِدِينِهَا فَاظْفَرْ بِذَاتِ الدَّيْنِ تَرِبَتْ يَدَاكَ»
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ (মূলত) চারটি গুণের কারণে নারীকে বিবাহ করা হয়- নারীর ধন-সম্পদ, অথবা বংশ-মর্যাদা, অথবা রূপ-সৌন্দর্য, অথবা তার ধর্মভীরুর কারণে। (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন) সুতরাং ধর্মভীরুকে প্রাধান্য দিয়ে বিবাহ করে সফল হও। আর যদি এরূপ না কর তাহলে তোমার দু’ হাত ধূলায় ধূসরিত হোক (ধর্মভীরু মহিলাকে প্রাধান্য না দিলে ধ্বংস অবধারিত)!
(সহীহ বুখারী ৫০৯০, মুসলিম ১৪৬৬, নাসায়ী ৩২৩০, আবূ দাঊদ ২০৪৭, ইবনু মাজাহ ১৮৫৮, আহমাদ ৯৫২১, ইরওয়া ১৭৮৩, সহীহ আল জামি‘ ৩০০৩।)

কুফু সম্পর্কে বিস্তারিত জানুনঃ  https://www.ifatwa.info/4541/

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
উল্লেখিত চারটি বিষয়ের সাথে আপনার ও তারইলে গেলে প্রশ্নে উল্লেখিত বিবাহ করার পরামর্শ থাকবে।
সেক্ষেত্রে আপনি ইস্তেখারা গুলোকে পজেটিভ ধরে সেই বিবাহে এগিয়ে যেতে পারেন।

নামাজের ক্ষেত্রে আপনি নিয়মিত হলে সেও নিয়মিত কিনা,সেটি জেনে নিবেন। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...