আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারাকাতুহ।
আমার ফুপাতো ভাই এর জন্য আমায় বিয়ের প্রস্তাব দিসেন পরিবার। পরিবারের বেশিরভাগ সদস্যা রাজি শুধু ২/১জন বাদে। ফুপাতো ভাই নামাজ পড়েন জানি, কিন্তু নিয়মিত কিনা জানিনা। এমনিতে সে খুবই শান্তশিষ্ট কিন্তু রাগ হলে সব তার মায়ের উপর উঠায়।
এখন আমি ১৭দিন যাবত এস্তেখারা করছি, মাঝে কয়েকবার পজেটিভ মনে হয়েছিল, কিন্তু স্বপ্নের মাধ্যমে তেমন কিছু দেখিনি জাতে আমি পুরোপুরি এটাকে পজেটিভ ধরবো। প্রস্তাব দেওয়ার শুরুতে একদম মন টানেইনি। কিন্তু এখন তেমন কিছু লাগেনা। মনে হয় হলে হোক, নাহলেও কোনো সমস্যা নেই। দ্বিধা কাজ করে খুব। ফুপাতো ভাই সহ তাদের পরিবারের সবাই খুব রাজি। ফুপি বলেছেন পর্দার কোনো সমস্যা হবে না সেখানে। ফুপি ইসলামিক মাইন্ডের।
পরিবারের যারা এস্তেখারা সম্পর্কে বুঝে তারা শুধু রেজাল্ট জানতে চায়। কিন্তু আমিতো কিছুই বুঝতে পারছিনা কি বলবো।
আমার আব্বু ইসলাম বিষয় পুরোপুরি অজ্ঞ। এস্তেখারা বিষয়ও সে বুঝবে না। আব্বুর কথা শুনে মনে হয়েছে সে রাজি, তার আপত্তি নেই। আর যদি একবার সে মনস্থির করে এখানেই হবে তাহলে পাত্রীর মতামত নেওয়া প্রয়োজন মনে করবে না।
এখন আমি কিভাবে বুঝবো এস্তেখারা পজেটিভ নাকি নেগেটিভ??মানে কেমন আলামত হলে বুঝবো?