আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ শায়খ,
আমি এরকম জানি যে - নামাজে কিয়াম একটা আলাদা রুকন, রুকুতে যাওয়া একটা আলাদা রুকন, রুকু একটা আলাদা রুকন, রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ানো একটা আলাদা রুকন, সিজদায় যাওয়া, সিজদা, সিজদা থেকে উঠে সোজা হয়ে বসা, বসে তাশাহুদ পড়া বা বৈঠক এগুলো একেকটা আলাদা আলাদা রুকন।
তাই আমি নামাজে দাঁড়ালে যখনই শরীরে কোথাও চুলকানোর প্রয়োজন পড়ে ১ম রাকাতে দাঁড়িয়ে যখন সুরা পড়ি তখন একবার বা দুবার (তিনের কম) শরীর চুলকাই , দুবার চুলকানোর মাঝে তিন তাসবীহ পরিমাণ সময় গ্যাপ রাখি। এভাবে যখন ১ম রাকাতের রুকুতে যাই বা সিজদা দিতে যাই পাজামা টাখনুর উপর উঠে গেলে বা নামাজের হিজাব হাতের কব্জি থেকে সরে গেলে ঠিক করে নেই তিনের কম বার।
উপরে বলা একেকটা রুকনে তিনের কমবার এরকম করি। কারণ কোথাও যেন পড়েছিলাম তিন বার বা এর বেশিবার শরীর চুলকালে নামাজ ভেঙ্গে যাবে আমলে কাসীর হয়ে।
কিন্তু আমার মনে হচ্ছে আমার মাসআলাটা বুঝতে ভুল হচ্ছে, আমার নামাজ মনে হয় হচ্ছে না। আমি যতগুলো রুকনের কথা উল্লেখ করলাম এগুলোতে মনে হয় কোনো ভুল হয়েছে। দয়া করে আমাকে জানাবেন শায়খ, আমার পদ্ধতিতে ভুল থাকলে তা কোথায় আর কতবার ও কিভাবে আমি শরীর চুলকাতে পারব, কারণ নামাজে দাঁড়ালে আমার শরীর অনেক চুল্কায় হয়ত শয়তানের ওয়াসওয়াসায়।