ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
আল্লাহ তা'আলা বলেন,
إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّىٰ يُغَيِّرُوا مَا بِأَنفُسِهِمْ ۗ وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا فَلَا مَرَدَّ لَهُ ۚ وَمَا لَهُم مِّن دُونِهِ مِن وَالٍ
আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না, যে পর্যন্ত না তারা তাদের নিজেদের অবস্থা পরিবর্তন করে। আল্লাহ যখন কোন জাতির উপর বিপদ চান, তখন তা রদ হওয়ার নয় এবং তিনি ব্যতীত তাদের কোন সাহায্যকারী নেই।(সূরা রাদ-১১)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
নিজে চেষ্টা না করলে আল্লাহ কোনো কাজের তাওফিক দেন না।আপনি চেষ্টা করুন।আল্লাহ আপনাকে তাওফিক দিবেন।
(২)
না, বাধ্য নন।
(৩)
আপনার উচিৎ মাতাপিতার চাহিদা অনুযায়ী নিজ জীবনকে সংশোধন করে নেয়া।
(৪)
এমন কোনো রেওয়াত নেই।
(৫)
জ্বী,আছে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/4516
(৬)
সওয়াব না কমলেও গোনাহ করলে গোনাহ আ'মল নামায় যোগ হতে থাকবে।
(৭)
জান্নাতে জান্নাতিরা যা চাইবে তাই পাবে।
(৮)
দৈনিক তাহাজ্জুদের নামায পড়বেন।