বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আমাদের মনে রাখতে হবে,
পরকালে আমাদের সবাইকে নিজ নিজ আ'মলের হিসাব নিকাশ দিতে হবে।কারো পাপের বোঝাকে অন্য কেহ বহন করবে না।
আল্লাহ তা'আলা বলেনঃ
ﻭَﻟَﺎ ﺗَﺰِﺭُ ﻭَﺍﺯِﺭَﺓٌ ﻭِﺯْﺭَ ﺃُﺧْﺮَﻯ ﻭَﺇِﻥ ﺗَﺪْﻉُ ﻣُﺜْﻘَﻠَﺔٌ ﺇِﻟَﻰ ﺣِﻤْﻠِﻬَﺎ ﻟَﺎ ﻳُﺤْﻤَﻞْ ﻣِﻨْﻪُ ﺷَﻲْﺀٌ ﻭَﻟَﻮْ ﻛَﺎﻥَ ﺫَﺍ ﻗُﺮْﺑَﻰ الخ
কেউ অপরের বোঝা বহন করবে না। কেউ যদি তার গুরুতর ভার বহন করতে অন্যকে আহবান করে কেউ তা বহন করবে না-যদি সে নিকটবর্তী আত্নীয়ও হয়।
(সূরা ফাতির-১৮)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
অবৈধ প্রেম ভালবাসা গোনাহ।বিশেষকরে বিবাহিত দম্পত্তির কারো দ্বারা অবৈধ প্রেম ভালবাসায় লিপ্ত হওয়া চুড়ান্ত পর্যায়ের গোনাহ। বিবাহিত দম্পত্তির কেউ যদি শুধুমাত্র প্রেম ভালবাসায় জড়িত হয়, তাহলে এজন্য তার উপর রজমের বিধান আসবে না।হ্যা বিবাহিত দম্পত্তির কেউ যদি অন্যর সাথে অবৈধ শারিরিক সম্পর্কে লিপ্ত হয়, তাহলে অবশ্যই তার উপর রজমের বিধান আসবে।সহবাসে লিপ্ত না হলে কিন্তু আসবে না। রজমের বিধান বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব ও কর্তব্য।