ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আল্লাহ কাকে হেদায়ত দান করবেন, কাকে নিদর্শন দেখাবেন ও নিদর্শন দেখিয়ে হেদায়ত দিবেন।এ সব আল্লাহই ভালো জানেন।
আল্লাহ তা'আলা বলেন,
إِنَّكَ لَا تَهْدِي مَنْ أَحْبَبْتَ وَلَـٰكِنَّ اللَّهَ يَهْدِي مَن يَشَاءُ ۚ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ
আপনি যাকে পছন্দ করেন, তাকে সৎপথে আনতে পারবেন না, তবে আল্লাহ তা’আলাই যাকে ইচ্ছা সৎপথে আনয়ন করেন। কে সৎপথে আসবে, সে সম্পর্কে তিনিই ভাল জানেন।( সূরা আল-কাসাস-৫৬)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
এগুলো নিয়ে চিন্তা ফিকির না করে বরং নিজ ঈমান আমলকে হেফাজত করার চেষ্টা করুন। মনের অজান্তেই মাঝেমধ্যে মনের মধ্যে চলে আসলে গোনাহ অবশ্যই হবে না। সর্বোপরি বেচে থাকাই ভালো ও উত্তম।