ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
শুধু স্বর্ণ থাকলে স্বর্ণের নেসাব পূর্ণ হওয়ার পর যাকাত আসবে।আর শুধু রূপা থাকলে রূপার নেসাব পূর্ণ হওয়ার পর যাকাত আসবে।টাকা থাকলে রূপার নেসাব সমপরিমাণ হলে যাকাত আসবে।
কিছু স্বর্ণ এবং কিছু রূপা থাকলে স্বর্ণ এবং রূপাকে মিলিত করে উভয়টির মূল্য যদি রূপার নেসাব সমপরিমাণ হয়ে যায় তাহলে যাকাত আসবে।
(কিতাবুল-ফাতাওয়া-৩/২৭৭)
(ফাতাওয়ায়ে দারুল উলূম-৬/৮৭)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
(১)
যেহেতু ঋণ বাদে অবশিষ্ট যা থাকবে, তা নেসাব পরিমাণ নয়, তাই যাকাত ফরয হবে না।
(২)
যেহেতু ঐ ৫০০/১০০০ টাকা তার কাছে এক বৎসর থাকছে না, এবং সেগুলো নেসাব পরিমাণও না, তাই যাকাত ফরয হবে না।
(৩)
৫০০/১০০০ টাকা তো এখানে এক বৎসর উনার নিকট থাকছে না,তাই যাকাত ফরয হবে না।