আসসালামু আলাইকুম উস্তায,আমি আপনার পরামর্শ অনুযায়ী বায়োডাটা জমা দিয়েছি আলহামদুলিল্লাহ। অর্ধেকদ্বীন এবং আহলিয়া ম্যাট্রিমনি থেকে আমাকে অনেকেই বিয়ের ইচ্ছে পোষণ করেছেন আলহামদুলিল্লাহ এবং যোগাযোগ করার চেষ্টা করছেন।
কিন্তু সমস্যা আমার পরিবার,তারা তো বেদ্বীন,আল্লহর উপর ভরসা তাওয়াক্কুল এগুলো তেমন নেই। এখন তারা মনে করে আমার দ্বারা কিছুই সম্ভব নয় যেহেতু আমি শারীরিকভাবে অসুস্থ। আমাকে কে বিয়ে করবে,কীভাবে সংসার করবো ইত্যাদি।এখন তারা তাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছে না,অনলাইন থেকে বায়োডাটা মুছে ফেলতে বলছে,তারা সম্পূর্ণ প্রতিকূল পরিস্থিতি তৈরি করছে আর আমাকে আবার কষ্ট দিচ্ছে। তারা যদি যোগাযোগ না করে,তারা যদি এই দায়িত্ব গুলো অস্বীকার করে, এগুলো অপছন্দ করে তাহলে আমি কোথায় থেকে দুনিয়াতে অন্য অভিভাবক নিয়ে আসবো? দুইদিন আগেই আমাকে ত্যায্যকন্যা করে অস্বীকার করে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার চলে যাওয়ার নিজে ব্যবস্থা করে নেওয়ার করে বলেছে ,আবার গায়ে হাতও তুলেছে, সারাক্ষণ দোষারোপ করেন,খারাপ ব্যবহার গালিগালাজ করেন। তারা একটা নিয়ামাত থাকতে আরেকটা নিয়ামাত চায়,যখন সেটা পেয়ে যায় তখন আর চায় না ,আমার এসব খুবই খারাপ লাগছে। আমি কী করবো? কী করা উচিত আমার...