আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
273 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (25 points)
edited by
1)কোন প্রসাধনী হালাল নাকি হারাম তা জানতে চাই। অভিজ্ঞদের পরামর্শ নিতে বলা হয়েছে। বিশেষ করে ত্বকের বিশেষজ্ঞদের। একজন চর্ম ডাক্তারকে চিনি।উনি এসব ব্যাপারে জানেন কিনা তা জানি না।

সেই ডাক্তারকে জিজ্ঞাসা করব নাকি কোন ত্বক বিশেষজ্ঞ এর কাছে জিজ্ঞাসা করব?

৪) কারো নাম দিয়ে ❝পাসওয়ার্ড❞ দিলে কি সেই ব্যক্তির হক নষ্ট হয়?

৫)
" ১)আমিষ দেহের বৃদ্ধিসাধন ও ক্ষয়পূরন করে"

"২) ভিটামিন দেহের বৃদ্ধির জন্য ও সুস্থ থাকার জন্য আবশ্যক।"

"৩)একজন সুস্থ সবল পূর্ণবয়স্ক ব্যক্তির জন্য ৫০-৬০ গ্রাম চর্বি আবশ্যক।

ইত্যাদি বাক্যগুলোর আমিষ, ভিটামিন, চর্বি ইত্যাদিকে উসিলা হিসেবে ধরে আমি বাক্যগুলো মুখস্থ করতে থাকি।
আমি মনে মনে বিশ্বাস করিঃ এই জিনিস গুলো(আমিষ, ভিটামিন, চর্বি) আল্লাহ আমাদের উপকারের জন্য নিয়োজিত করেছেন।
কিন্তু পরে আমার মনে সন্দেহ জাগে যে আসলেই কি " আমিষ, ভিটামিন,চর্বি" আমাদের দেহে কাজ করে থাকে? মানে আমার মনে হতে থাকে বায়োলজি বইগুলোতে যদি ভুল বা মিথ্যা লেখা থাকে?

যদি না-ই করে থাকে তাহলে আমি যে মনে মনে বিশ্বাস রাখছি যে আল্লাহ "আমিষ, ভিটামিন, চর্বি এগুলোকে আমাদের উপকারের জন্য নিয়োজিত রেখেছেন,"

 এভাবে মনে মনে বিশ্বাস রেখে তারপর মুখস্থ করার মাধ্যমে আল্লাহর প্রতি মিথ্যাচার হয়ে যাচ্ছে না তো? (যা বললাম, এগুলো আসলেই কাজ করে কিনা এগুলা, এই নিয়ে সন্দেহ হয়।

"তিনি চতুস্পদ জন্তু সৃষ্টি করেছেন এবং তাতে তোমাদের জন্য আছে (শীত) নিবারক আর বহু উপকারিতাও, আর সেগুলো থেকে তোমরা আহার কর।"

(QS. An-Nahl 16: Verse 5)

* Via Al-Qur'an Bangla https://quran-bangla.com

এতে কোন সন্দেহ নেই যে আল্লাহ বিভিন্ন চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন আর আমাদের উপকারের জন্য নিয়োজিত রেখেছেন।
কিন্তু আমার সন্দেহ হয় সেই " আমিষ, চর্বি, ভিটামিন এই উপাদান গুলো আসলেই আছে কিনা সেগুলো নিয়ে)

তাহলে কি করব?

1 Answer

0 votes
by (592,170 points)
edited by


ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
ক/
আপনার সাথে ফোনে আলোচনা করার পর উত্তর দেবো।

খ/
জ্বী, আপনি আমার প্রুফাইলে দেয়া নম্বরে কল দিবেন।

গ/
যেহেতু এই উত্তর অন্য মুফতি সাহেব লিখেছেন, উনি উনার সময়েই উত্তর দিবেন।

(২)
https://www.ifatwa.info/5553 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
দৈনন্দিন ব্যবহৃত বিভিন্ন জিনিস যেমন টুঠপেস্ট, বেনজিল, বডিলোশন,বা ফ্যাস ক্রিম,ফেইস পাওডার,লিপস্টিক,শেম্পু,ময়েশ্চারাইজার  ইত্যাদিতে  এলকোহল বা বিভিন্ন হারাম উপাদান রয়েছে। এগুলোর ব্যবহার কি হারাম হবে? এ্যালকোহল হারাম হওয়া যেহেতু নিশ্চিত নয়, তাই এটার ব্যবহারের অনুমোদন রয়েছে।

শরয়ী বিধান সম্পর্কে জানতে,কোনো মুফতি সাহেবের সাথে যোগাযোগ করবেন।আর বৈজ্ঞানিক ব্যখ্যা জানতে, কোনো ডাক্তার বা তক্ব বিশেষজ্ঞর কাছে জিজ্ঞাসা করতে হবে।

(৩)
না, নেই

(৪)
কারো নাম দিয়ে পাসওয়ার্ড সেট করা যাবে।এতে কোনো গোনাহহ হবে না।

(৫)
কোনটাতে আমিষ বা ভিটামিন রয়েছে? আর কোনটাতো নেই, তা অল্লাহই ভালো জানেন।আপনি কোনো ডাক্তারকে জিজ্ঞেস করেন।

আল্লাহ এইগুলো তথা ভিটামিন ইত্যাদি মানুষের ফায়দার জন্যই বানিয়েছেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (592,170 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...