হুজুর অাপনি কাফের সম্পর্কে একটি বিষয়ের উওরে এইটি লেখেছেন
https://ifatwa.info/14384/(এই সেই প্রশ্নের লিংক অা শা করি প্রশ্নটি দেখে অামার করা প্রশ্নটির উওর দিবেন
প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই বোন, প্রশ্নে উল্লেখিত বিষয়ে শাইখ উছাইমীন (রহঃ) বলেছেনঃ হাদিস অস্বীকার করা হতে পারে অপব্যাখ্যামূলক কিংবা অবিশ্বাসমূলক। অবিশ্বাসমূলক এভাবে যে, সে ব্যক্তি বলে: আমি জানি যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ কথা বলেছেন। কিন্তু আমি সেটাকে অস্বীকার করি ও মানি না। যদি এ ধরণের অস্বীকার হয় তাহলে সে ব্যক্তি কাফের মুরতাদ (ইসলাম ত্যাগকারী); এমন ব্যক্তির পিছনে নামায পড়া জায়েয হবে না। , আর যদি তার অস্বীকার করাটা অপব্যাখ্যা নির্ভর হয়; তাহলে দেখতে হবে: যদি (আরবী) ভাষার আলোকে এমন ব্যাখ্যা করার অবকাশ থাকে এবং সে ব্যক্তি শরিয়তের উৎসসমূহ ও মূলভিত্তিগুলোর জ্ঞান রাখেন তাহলে তাকে কাফের গণ্য করা যাবে না; বরং তার অভিমতটি বিদাত হলে তাকে বিদাতীদের মধ্যে গণ্য করা হবে। তার পিছনে নামায পড়া যাবে; যদি না তার পিছনে নামায না পড়ার মধ্যে কোন কল্যাণের দিক থাকে; যেমন সে ব্যক্তি পিছু হটে এসে বিষয়টি নিয়ে পুনরায় চিন্তা করা; সেক্ষেত্রে তার পিছনে নামায না পড়া।অাপনি এইটা বলেছেন।
১ এখন যদি অামি হুরমত বিষয়ে তেমন জানি না কিন্তু যতটুকু জানি তার ভিওিতে এই বিষয়টি অামার কাছে গ্রহণযোগ্য মনে না হয়। অামি যদি এই মাসঅালা না মানি বা অবিশ্বাস করি তাহলে কি অামি কাফের হয়ে যাব?
২হুজুর হুরমত বিযয়ে যে মন্তব্যগুলো দেখেছি তা সব বিভিন্ন গ্রন্থ থেকে দেওয়া কিন্তু অনান্য মাযহাব তে কুরঅান ও সুনৃনাহ এর সরাসরি দলিল উল্লেখ করেছেন তাই যদি অামি সেই হানাফি এর বদলে হুরমত এর বিধানের ক্ষেএে ঔ মাযহাব এর মন্তব্য মানি তাহলে কি অামি কাফের হয়ে যাব
হুজুর অাশা করি উওর দিয়ে অামাকে পেরেশানি থেকে মুক্ত হওয়ার জন্য অাল্লাহর রহমতে সাহায্য করবেন