আসসালামু আলাইকুম শায়খ,
১. ঘুম থেকে উঠার পর ঠোঁটে কেমন জানি স্বাদ অনুভূত হিয়, যেটি মুখ না ধোয়া অব্দি যায় না। সেটা যদি লালার সাথে মিশ্রিত অবস্থায় গিলে ফেলি তাহলে রোজার কোনো ক্ষতি হবে কি?
২. নাকে পানি দেয়ার সময় ভিতরে যায় নি তবে পরে শ্বাস নেয়ার সময় নাকে থেকে যাওয়া পানি ভিতরে গেলে রোজা কোনো ক্ষতি হবে কিনা?
জানালে উপকৃত হবো। জাঝাকাল্লাহু খাইরান।