জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
হাদীস শরীফে এসেছেঃ
وَعَنْ عَلِيٍّ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «إِذَا كَانَتْ لَكَ مِائَتَا دِرْهَمٍ - وَحَالَ عَلَيْهَا الْحَوْلُ - فَفِيهَا خَمْسَةُ دَرَاهِمَ, وَلَيْسَ عَلَيْكَ شَيْءٌ حَتَّى يَكُونَ لَكَ عِشْرُونَ دِينَارًا, وَحَالَ عَلَيْهَا الْحَوْلُ, فَفِيهَا نِصْفُ دِينَارٍ, فَمَا زَادَ فَبِحِسَابِ ذَلِكَ, وَلَيْسَ فِي مَالٍ زَكَاةٌ حَتَّى يَحُولَ عَلَيْهِ الْحَوْلُ». رَوَاهُ أَبُو دَاوُدَ
‘আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—তোমার নিকট দুইশত দিরহাম জমা হবার পর গচ্ছিত থাকার মেয়াদ বছর পূর্ণ হলে তার জন্য-পাঁচ দিরহাম (যাকাত)। আর বিশটি দিনার এক বছর যাবত জমা থাকলে তার জন্য অর্ধ দিনার (যাকাত)। তার চেয়ে কমে যাকাত নেই। আর বেশি হলে তার হিসাব অনুপাতে (যাকাত দিতে) হবে। নিসাব পরিমাণ কোন সম্পদের (গচ্ছিত থাকার) মেয়াদ এক বছর অতিবাহিত না হলে যাকাত নেই।
(আবূ দাউদ ১৫৭৩, ১৫৭৪, তিরমিযী ৬২০, নাসায়ী ২৪৭৭, ২৪৭৮, ইবনু মাজাহ ১৭৯০, আহমাদ ৭১৩, ৯১৫, ১২৭০, দারেমী ১৬২৯।)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত লিচু বাগানের উপর যাকাত নেই।
লিচু বিক্রয়ের পর যেই টাকা আসবে,বছর পূর্ণ হলে সেটির যাকাত দিতে হবে।
যদি ফলের মূল্য হাতে আসার আগে থেকে ব্যাক্তি সাহেবে নেসাব হয় তথা তার উপর আগে থেকেই যদি যাকাত ফরজ হয়ে থাকে,তাহলে উক্ত ব্যাক্তি তার বছর পূর্ণ হওয়ার দিন যতটাকা নিজের কাছে গচ্ছিত থাকবে,তার যাকাত দিবে।
পরবর্তী বছর একই সময় নেসাবের মালিক থাকলে সেদিনের হিসেব করে যতটাকা গচ্ছিত থাকে,তার যাকাত আদায় করবে।
,
এখানে কখন ফলের মূল্য পেলো,সেটি বিষয় নয়।
বিষয় হলো তার নেসাবের মালিক হওয়ার বছর পূর্ণ হওয়ার দিন তার কাছে কত টাকা গচ্ছিত আছে।
,
এখন যদি উক্ত ব্যাক্তি ফলের মূল্য পাওয়ায় সময় থেকে যাকাতের নেসাব পরিমান সম্পদের মালিক হয়,তাহলে সেদিন থেকে পূর্ণ এক বছর হওয়ার দিন তিনি দেখবেন যে তার কাছে নেসাব পরিমান টাকা আছে কিনা?
থাকলে যাকাত দিতে হবে,নতুবা নয়।
(নেসাব পরিমান টাকা বলতে সাড়ে ৫২ ভরি রুপার সমমূল্য।)
★এখন কথা হলো বাগান ইজারা বাবদ যেই টাকা আপনাদের দিতে হচ্ছে,এটি প্রদান করার পর এর উপর আর আপনাদের যাকাত দিতে হবেনা।
তবে এটি প্রদানের সময়ের আগেই কাহারো উপর যাকাত ফরজ হওয়ার সম্পদ থাকলে ও বছর পূর্ণ হলে তাকে এটিরও যাকাত দিতে হবে।
কেননা এটি তার দৈনন্দিন প্রয়োজন অতিরিক্ত টাকা।
(০২)
উল্লেখিত বিষয় হাদীসে পাইনি।