আসসালামু আলাইকুম
আমি জাহিলিয়াত থেকে উঠে দ্বীনের পথে চলা শুরু করেছি আলহামদুলিল্লাহ। কিন্তু তার বেশ কিছুদিন যাওয়ার পর আমি ধীরে ধীরে আবার আগের মতো বিপথে চলে যাচ্ছি, নামাজে একদমই মনোযোগ বসছেনা, দ্বীনের মজলিস বা ইলম অর্জনে বা কুরআন তিলাওয়াতে মনোযোগ বসছেনা, বারবার গুনাহ থেকে ফিরে আসবো দৃঢ় প্রতিজ্ঞা করেও গুনাহ করা থামাতে পারছিনা, হারাম ছেড়ে দিয়েও আবার একই কাজ করছি। ফলে অলসতা গাফিলতি উদাসীনতা চেপে ধরেছে। ফলে এখন যে আমি গুনাহ থেকে ফিরতে পারবো সে বিষয়েও সন্দিহান হয়ে হতাশ হয়ে পড়ছি৷ অনেক দোয়া করছি হেদায়েতের জন্য, কিন্তু কিছুতেই কোনো ফল পাচ্ছি না। যতবার দৃঢ় প্রতিজ্ঞা করছি ঠিক হওয়ার ততবারই ব্যর্থ হচ্ছি। এমতাবস্থায় হতাশ হয়ে আমার আচরণও খারাপ হয়ে যাচ্ছে, ফলে আশেপাশের মানুষের সাথে খারাপ ব্যবহারও করে ফেলছি মাঝে মাঝে। ভীষনভাবে দুশ্চিন্তায় আছি। একাডেমিক পড়াশুনায়ও এর ফলে মনোযোগ দিতে পারছিনা।
আমি কি করবো আমাকে প্লিজ বলুন!
আমার মনে হচ্ছে আমি ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছি।