বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
যে সব মেয়েদের কান ও নাকে ফুটা করে নাকফুল এবং কানফুল লাগানো আছে,তারা ফুটার উপর দিয়ে পানি ঢেলে দিবে।ভিতরে পানি পৌছানোর দরকার নেই।পানি ঢেলে দিলেই ভিতরে ছিদ্র দিয়ে পানি চলে যাবে।
বিভিন্ন অপারেশনের সময়ে শরীরে সেলাই করার কারনে ক্ষত শুকিয়ে যাওয়ার পর ফুটা হয়ে যায়,তারা গোসলের সময় ঐ ফুটোর উপর দিয়ে পানি ঢেলে দিবে।কোনোরূপ কষ্ট ব্যতীত যদি পানি পৌছে যায়,তাহলে সেটাই যথেষ্ট হবে।অতিরিক্ত কষ্ট করার কোনো প্রয়োজন নেই।বরং স্বাভাবিক অবস্থায় যদি পানি পৌছায়,তাহলে সেটাই যথেষ্ট হবে।
ان كان لا يضره إيصال الماء لا يجوز غسله و وضوءه ،ان كان يضره يجوز اذا امر الماء على ظاهر ذلك،كبيري٤٩