আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
440 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by
আসসলামু আলাইকা।

একজন লোক ২ টা গাড়ি কিনেছে এবং সেগুলা ভাড়া দিয়েছে | প্রতি মাসে তার প্রায় খরচ বাদে ৩০০০০০ টাকা উদ্বৃত্ত থাকে। তার কি যাকাত দিতে হবে? শুধু ভাড়া থেকে যে টাকা পায় তার যাকাত দিবে? নাকি গাড়ীর ক্রয়মূল্যেরও যাকাত দিবে?

সে যদি চায় এক বছর পূর্ণ হবার আগেই যাকাত আদায় করে ফেলবে তবে কি হবে? যদিও এখনো তার যাকাত ফরজ হয়নি। কারণ ১ বছর পুরা হয়নি। কিন্তু সে এখনই যাকাত আদায় করে ফেলতে চায়।

1 Answer

0 votes
by (597,330 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

সমাধানঃ-


হযরত আলী রাযি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সা. বলেন,
وليسَ علي العواملِ شيء
হালচাষসহ যাবতীয় কাজে ব্যবহৃত গবাদী পশুর উপর জাকাতের বিধান প্রযোজ্য হবে না।(মিশকাত হা.নং-১৭৯৯)

হযরত আলী রাযি. থেকে বর্ণিত,তিনি (রাসূলুল্লাহ সসা. থেকে জেনে)বলেন,
- عن عليِّ بن أبي طالب رَضِيَ اللهُ عنه، قال: (ليس في البَقَرِ العوامِلِ صدقةٌ)
হালচাষ ইত্যাদি কাজে  ব্যবহৃত গরুর উপর যাকাত আসবে না।(আবু-দাউদ)

উপরের হাদীসের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে,রোজিরোজগারের মাধ্যম যে পশু রয়েছে, তাতে যাকাতের বিধান প্রযোজ্য না করার কথা বর্ণিত রয়েছে।সুতরাং আমরা গাড়ীকে হালচাষে ব্যবহৃত গবাদি পশুর মতই মনে করব।বিধায় গাড়ীর উপর যাকাত আসবে না।হ্যা গাড়ী থেকে যে ভাড়া আসবে, তা যদি এক বৎসর অতিবাহিত হওয়ার পরও নেসাব (৫২.৫ ভড়ি রূপ্যমূল্য)পরিমাণ অবশিষ্ট থাকে, তাহলে তাতে যাকাত আসবে। আর যদি বৎসর পূর্ণ হওয়ার পূর্বে সেগুলো খরছ হয়ে যায়,তাহলে তাতে অবশ্য যাকাত আসবে না।

যাকাত অগ্রিম দেওয়া যায়।
যেমন এক হাদীসে রাসূলুল্লাহ সা. বলেন,
(যাকাত উসূলকারী কর্মকর্তা সাহাবী যখন আব্বাস রাযি এর যাকাত না দেয়ার ব্যপারে রাসূলুল্লাহ সাঃ এর নিকট অভিযোগ করলেন, তিনি বললেন)
وَأَمَّا الْعَبَّاسُ فَهِيَ عَلَيَّ وَمِثْلُهَا مَعَهَا "
তাহলে শুন! আব্বাস রাযি. (উনি বর্তমানে আর্থিক সমস্যায় জর্জরিত থাকার ধরুণ কিছুটা বিলম্বে যাকাত প্রদাণের অনুমতি আমার কাছ থেকে নিয়েছেন)উনার যাকাত আমার উপর।(আমিই উনার যাকাত আদায় করব) এবং সেই পরিমাণ যাকাত অগ্রিম(আগামী বৎসরের জন্য) উনার পক্ষ্য থেকে আদায় করব।(মিশকাত হা. নং- ১৭৭৮)

সম্পদের পরিমাণ কমবেশ হলে যাকাতে ও কমবেশ করতে হবে।
যাকাত ২.৫%হারে দিতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...