ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
(১)
আল্লাহ তা'আলা বলেন,
ْ وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِي الدِّينِ مِنْ حَرَجٍ
তিনি তোমাদেরকে পছন্দ করেছেন এবং ধর্মের ব্যাপারে তোমাদের উপর কোন সংকীর্ণতা রাখেননি। (সূরা হাজ্ব-৭৮)এক্ষেত্রে তেলাওয়াত কারীই গোনাহগার হবেন।(আল-মাওসুআতুল ফেকহিয়্যাহ-৪/৮৬)
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনার বিবরণ থেকে বুঝা যাচ্ছে যে,
ফকির বাড়ি গেলেই কেউ কাফির হয়না, সেই কথাটা তার বিশ্বাস ছিলো, এবং কথাটিও সত্য।
সুতরাং তার এই কথা,
"হ ভালো হইসে আমি কাফির হয়া গেসি" একথা দ্বারা তালাক হবে না।
(২)
ওয়াসওয়াসা জনিত কারনে কেউ কুফরি টাইপ কিছু বললেও সে কাফির হবে না।