বিসমিহি তা'আলা
সমাধানঃ-
প্রথমে আমাদেরকে একটি মূলনীতি বুঝতে হবে।
সেটা হল,
হারাম জিনিষের মৌলিকত্ব চলে যাবার পর তার বিধান কি?সে সম্পর্কে বর্ণিত রয়েছে.........
আর হারাম কোন বস্তু যেমন শুকর ইত্যাদির যদি এমনভাবে রিফাইন করা হয় যে, এসবের কোন মৌলিকত্ব বাকি না থাকে, তাহলেও উক্ত বস্তু ব্যবহার করা জায়েজ আছে। আর যদি সেসব হারাম বস্তুর মৌলিকত্ব বাকি থাকে, তাহলে উক্ত বস্তু যাতে মিশ্রিত করা হবে, তা ব্যবহার করা জায়েজ হবে না।
{নিহায়াতুল মুহতাজ লির রামালি-৮/১২}ম
তাই এ হিসেবে যে কোনো ধরণের সাবান ব্যবহার বৈধ।হারাম সংমিশ্রণের পূর্ণ ঈয়াক্বিন-বিশ্বাস থাকলে অবশ্য সেটা হলাল হবে।যতই গায়ে হালাল লিখা থাকুক না কেন?
বিস্তারিত জানতে নিম্নোক্ত জবাবে ক্লিক করুন।165
জাযাকাল্লাহ।
আল্লাহ-ই ভালো জানেন।