বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
(০১)
হাদীস শরীফে এসেছেঃ
হযরত আয়েশা রাযি থেকে বর্ণিত,
ﻋَﻦْ ﻋَﺎﺋِﺸَﺔَ ﺭَﺿِﻲَ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻨْﻬَﺎ ﺯَﻭْﺝِ ﺍﻟﻨَّﺒِﻲِّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﺃَﻥَّ ﺍﻟﻨَّﺒِﻲَّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻛَﺎﻥَ ﻳَﻌْﺘَﻜِﻒُ ﺍﻟْﻌَﺸْﺮَ ﺍﻷَﻭَﺍﺧِﺮَ ﻣِﻦْ ﺭَﻣَﻀَﺎﻥَ ﺣَﺘَّﻰ ﺗَﻮَﻓَّﺎﻩُ ﺍﻟﻠَّﻪُ ، ﺛُﻢَّ ﺍﻋْﺘَﻜَﻒَ ﺃَﺯْﻭَﺍﺟُﻪُ ﻣِﻦْ ﺑَﻌْﺪِﻩِ
রাসূলুল্লাহ সাঃ ইহকাল ত্যাগ করার আগ পর্যন্ত রমজানের শেষ দশে এ'তেক্বাফ করতেন।অতঃপর উনার বিবিগণ এ'তেক্বাফ করেন।
সহীহ বোখারী-২০২৬
সহীহ মুসলিম-১১৭২
★শরীয়তের বিধান হলোঃ
কয়েক ঘন্টা বা কয়েক দিনের ইতিকাফ করা যাবে,তবে সেটি সুন্নাত নয়,বরং নফল ইতিকাফ হবে।
সুন্নাত ইতিকাফ হলো রমজানের শেষ দশকে ১০ দিন ইতিকাফ করা।
আর অন্য যেকোনো সময়ে ইতিকাফ বা রমজানের শেষ দশকে ১০ দিনের কম ইতিকাফ কে নফল ইতিকাফ বলা হবে।
তবে মান্নতের ইতিকাফ হলে তাহা ওয়াজিব বলে গন্য হবে।
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
মহিলারা তার নামাজ ঘরে কয়েক ঘণ্টার(১/২/৩) জন্য ইতিকাফ করতে পারবে।
বা এশা থেকে তারাবিহ পড়া পর্যন্ত সময় টুকু
সেই নামাজ ঘরে ইতিকাফের নিয়ত করতে পারবে।
তবে এগুলো সুন্নাত ইতেকাফ হবেনা।
এগুলো নফল ইতিকাফ বলে গন্য হবে।
(০২)
এটি শুধু গ্যাস জনিত সমস্যার ক্ষেত্রে নয়।
এটি যেকোনো অযু ভেঙ্গে যাওয়ার ক্ষেত্রেই প্রযোজ্য।
সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে আবার পরিষ্কার হয়ে ওযু করে যে পর্যন্ত নামাজ হয়েছিল সেখান থেকেই শুরু করতে পারবে।