বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
শরীয়তের একটি বিধান হলো নারীর বিজ্ঞাপন যুক্ত ওয়েবসাইট তৈরী করা,হারাম এড সম্বলিত ওয়েবসাইট তৈরী করা ,সূদ ভিত্তিক বা হারাম কোনো কোম্পানির ওয়েবসাইট তৈরী করা,তা থেকে উপার্জন করা জায়েজ নেই।
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ [٥:٢]
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। {সূরা মায়িদা-২}
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ
হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}
আরো জানুনঃ
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
(০১)
প্রশ্নে উল্লেখিত ওয়েবসাইটে যেহেতু শরীয়াহ নীতিমালা মানার পূর্ণ চেষ্টা করা হয়েছে,তাই অবশ্যই প্রশংসার যোগ্য।
আপনাদের ওয়েবসাইট থেকে প্রাপ্ত আয় হালাল হবে।
তবে কাহারো সম্পর্কে আগে থেকেই নিশ্চিত ভাবে জেনে থাকলে কোনক সূদ ভিত্তিক বা হারাম কোনো কোম্পানির ওয়েবসাইট তৈরী করবেননা।
(০২)
অনেক অনেক উত্তম হবে,আলহামদুলিল্লাহ।
হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা দেখছিনা।
তবে আপনারা যেভাবে চাচ্ছেন,হুবহু এই নীতি মেনে ওয়েবসাইট কি আসলেই বানানো যাবে বা বানানোর পর তাহা এভাবেই হারাম মুক্ত রেখে বর্তমানে চালানো যাবে কিনা? বিষয়টি সম্পর্কে ওয়েবসাইট সংশ্লিষ্ট দক্ষ কাহারো সাথে পরামর্শ করতে পারেন।