জবাব
বিসমিল্লাহির রহমানির রহিম
শরীয়তের বিধান অনুযায়ী স্বর্ণের ক্ষেত্রে যাকাতের নিসাব হল বিশ মিসকাল। -সুনানে আবু দাউদ ১/২২১; মুসান্নাফে আবদুর রাযযাক হাদীস ৭০৭৭, ৭০৮২
আধুনিক হিসাবে সাড়ে সাত ভরি।
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا بَكْرُ بْنُ خَلَفٍ وَمُحَمَّدُ بْنُ يَحْيَى قَالَا حَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ مُوسَى أَنْبَأَنَا إِبْرَاهِيمُ بْنُ إِسْمَعِيلَ عَنْ عَبْدِ اللهِ بْنِ وَاقِدٍ عَنْ ابْنِ عُمَرَ وَعَائِشَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَأْخُذُ مِنْ كُلِّ عِشْرِينَ دِينَارًا فَصَاعِدًا نِصْفَ دِينَارٍ وَمِنْ الْأَرْبَعِينَ دِينَارًا دِينَارًا
ইবনু ‘উমার ও ‘আয়িশাহ্ (রাঃ) থেকে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বিশ দিনার বা তার চেয়ে কিছু বেশি হলে অর্ধ দিনার এবং চল্লিশ দিনারে এক দিনার (যাকাত) গ্রহণ করতেন।
ইবনে মাজাহ ১৭৯১ ইরওয়াহ ৮১৩।
দারাকুতনী ১৮৭৯, ১৮৯২
রুপার ক্ষেত্রে নিসাব হলো সাড়ে বাহান্ন ভড়ি রুপা।
আরো জানুনঃ
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
এখানে আগে মালিকানা জানতে হবে যে কোনটার মালিক কে?
উক্ত ৬ ভরি স্বর্ণের মালিক কে?
কার মালিকানায় সেটি আছে?
ব্যাংকে ৮ লাখ টাকার মালিক কে?
দোকানের মালামালের মালিক কে?
যার মালিকানায় যেটি আছে,তাকেই সেটির হিসেব কষে নেসাব পরিমান হলে ও এক বছর পূর্ণ হলে যাকাত দিতে হবে।
উদাহরণ স্বরুপঃ
উক্ত ৬ ভরি স্বর্ণের মালিক স্ত্রী।
সুতরাং এক্ষেত্রে তার মালিকানায় যদি আর কোনো টাকা পয়সা বা রুপা না থাকে,তাহলে নেসাব পরিমান না হওয়ায় তার উপর যাকাত ফরজ হবেনা।
উদাহরণ স্বরুপঃ
ব্যাংকের ৮ লাখ টাকা আর দোকানের মালামালের মালিক স্বামী।
তাহলে তার এটি যেহেতু নেসাব পরিমান পৌছেছে,সুতরাং বছর পূর্ণ হয়ে থাকলে তার উপর যাকাত ফরজ হবে।
সে উক্ত ৮ লক্ষ টাকা আর দোকানের মালামালের ক্রয় মুল্য হিসেব করে আর লভ্যাংশ যাহা নিজের কাছে আছে,তাহা হিসেব করে মোট টাকার শতকরা আড়াই পার্সেন্ট যাকাত দিবে।
স্ত্রীর উপর যদি যাকাত ফরজ হয়,তথা তার ৬ ভরি স্বর্ণের পাশাপাশি যদি তার মালিকানায় সামান্য কিছু টাকা বা রুপাও থাকে ।
তাহলে উক্ত গহনা বর্তমানে আপনি বাজারে বিক্রয় করলে যে মূল্য আসবে,সেটির হিসেব করে যাকাত দিবেন।
এখানে কতটুকু কোন ক্যারেটের স্বর্ণ ছিলো, 22k. 21k. 18k. ক্যারেট ধরনের স্বর্ণ কতটুকু ছিলো, সেটি হিসাব করে বর্তমান একটি মূল্য নির্ধারন করে তার যাকাত দিতে হবে।
উল্লেখ্য, উক্ত গহনা বর্তমানে আপনি বাজারে বিক্রয় করলে যে মূল্য আসবে,সেটির হিসেব করে যাকাত দিবেন।