ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
(০১)
সদকাত খাত সংক্রান্ত মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
اِنَّمَا الصَّدَقٰتُ لِلۡفُقَرَآءِ وَ الۡمَسٰکِیۡنِ وَ الۡعٰمِلِیۡنَ عَلَیۡهَا وَ الۡمُؤَلَّفَۃِ قُلُوۡبُهُمۡ وَ فِی الرِّقَابِ وَ الۡغٰرِمِیۡنَ وَ فِیۡ سَبِیۡلِ اللّٰهِ وَ ابۡنِ السَّبِیۡلِ ؕ فَرِیۡضَۃً مِّنَ اللّٰهِ ؕ وَ اللّٰهُ عَلِیۡمٌ حَکِیۡمٌ ﴿۶۰﴾
সাদাকাহ হচ্ছে শুধুমাত্র গরীবদের এবং অভাবগ্রস্তদের, আর এই সাদাকাহর (আদায়ের) জন্য নিযুক্ত কর্মচারীদের এবং (দীনের ব্যাপারে) যাদের মন রক্ষা করতে (অভিপ্রায়) হয় (তাদের), আর গোলামদের আযাদ করার কাজে এবং কর্জদারদের কর্জে (কর্জ পরিশোধে), আর জিহাদে (অর্থাৎ যুদ্ধ সরঞ্জাম সংগ্রহের জন্য) আর মুসাফিরদের সাহায্যার্থে। এই হুকুম আল্লাহর পক্ষ হতে নির্ধারিত, আর আল্লাহ মহাজ্ঞানী, অতি প্রজ্ঞাময়।
(সুরা তওবা ৬০)
সুতরাং ফরজ,ওয়াজিব সদকার খাতঃ
(১)ফকির, (২)মিসকীন, (৩)যাকাত উসূলকারী ও (৪)যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক (৫)এবং তা দাস-মুক্তির জন্যে (৬)ঋণগ্রস্তদের জন্য, (৭)আল্লাহর পথে জেহাদকারীদের জন্যে এবং(৮) মুসাফিরদের জন্যে।
এর মধ্যে চার নাম্বারটির বিধান রহিত হয়ে গেছে।
আরো জানুনঃ
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ক্যাশ আউট চার্জ (টাকা উত্তোলনের খরচ) যাকাত থেকে দেয়া যাবেনা।
এভাবে যাকাতের নিয়ত করলে এতে যাকাত আদায় হবেনা।
সাধারণ দান থেকেও দেয়া যাবেনা।
এভাবে সাধারণ দানের নিয়ত করলে এতে কোনো ছওয়াব হবেনা।
(০২)
যদি উক্ত প্রতিযোগিতায় অংশ নিয়ে কোনো ফি না দিতে হয়,তাহলে এতে অংশগ্রহণ জায়েজ,পুরুস্কার গ্রহনও জায়েজ।
(০৩)
উক্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমনটির অনুমতি থাকলে এটি জায়েজ হবে।
(০৪)
আমাদের জন্য এক্ষেত্রে বিজ্ঞ উলামায়ে কেরামদের তাহকিক কৃত ইসলামিক ফাউণ্ডেশন এর ক্যালেন্ডার দেখাই সবচেয়ে সহজ ও উত্তম পদ্ধতি।
(০৪)
মিথ্যা বলে ফেললে আল্লাহর কাছে ক্ষমা চাইত্র হবে।
(০৫)
প্রশ্নে উল্লেখিত ছুরত গুলোতে রোযার সমস্যা হবেনা।
(০৬)
তিনি কাজা আদায় করবেন।
(০৭)
হ্যাঁ পাওয়া যাবে,ইনশাআল্লাহ ।
(০৮)
যদি তাহা গরিব কেহ চুরি করে,তাহলে এতে সদকাহর নিয়ত করলে ছওয়াব পাওয়া যাবে,ইনশাআল্লাহ।
(০৯)
হ্যাঁ যাবে।
(১০)
এটি মাকরুহ।