ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
https://www.ifatwa.info/623 নং ফাতাওয়ায় বলেছি যে,
ﻭَﻣَﻦ ﻟَّﻢْ ﻳَﺤْﻜُﻢ ﺑِﻤَﺎ ﺃَﻧﺰَﻝَ ﺍﻟﻠّﻪُ ﻓَﺄُﻭْﻟَـﺌِﻚَ ﻫُﻢُ ﺍﻟْﻜَﺎﻓِﺮُﻭﻥ
যেসব লোক আল্লাহ যা অবতীর্ণ করেছেন, তদনুযায়ী ফায়সালা করে না, তারাই কাফের।(সূরা মায়েদাঃআয়াতঃ৪৪)
ﻭَﻣَﻦ ﻟَّﻢْ ﻳَﺤْﻜُﻢ ﺑِﻤَﺎ ﺃﻧﺰَﻝَ ﺍﻟﻠّﻪُ ﻓَﺄُﻭْﻟَـﺌِﻚَ ﻫُﻢُ ﺍﻟﻈَّﺎﻟِﻤُﻮﻥَ
যেসব লোক আল্লাহ যা অবতীর্ণ করেছেন, তদনুযায়ী ফয়সালা করে না তারাই জালেম।(সূরা মায়েদাঃআয়াতঃ৪৫)
ﻭَﻣَﻦ ﻟَّﻢْ ﻳَﺤْﻜُﻢ ﺑِﻤَﺎ ﺃَﻧﺰَﻝَ ﺍﻟﻠّﻪُ ﻓَﺄُﻭْﻟَـﺌِﻚَ ﻫُﻢُ ﺍﻟْﻔَﺎﺳِﻘُﻮﻥَ
যারা আল্লাহ যা অবতীর্ণ করেছেন, তদনুযায়ী ফয়সালা করে না, তারাই পাপাচারী।(সূরা মায়েদাঃআয়াতঃ৪)(শেষ)
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
যে ব্যক্তি কুরআন সুন্নাহর আইনকে অস্বীকার করবে,কেবলমাত্র সে ব্যক্তিই কাফির হবে। তবে আল্লাহর আইনকে কেউ অস্বীকার না করে যদি ভিন্ন ধারার কোনো আইনের মাধ্যমে বিচার করে, তাহলে সে কাফির হবে না, বরং ফাসিক বা জালিম হিসেবে গণ্য হবে।
সুতরাং প্রচলিত বৃটিশ আইন বা সরকারি আইনে যখন কেউ বিচার করবে, তখন তার স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ হবে না।
(২)
মারাত্বক আকিদা যেমন, পীর সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে, পীরগণ কবরে জিন্দা, ইত্যাদি ইত্যাদি আকিদা থাকলে ঐ ব্যক্তির সাথে তার স্ত্রীর বিয়ে অবশিষ্ট থাকবে না।বরং বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে।
(৩)
জ্বী, হাদিসটির প্রমাণযোগ্য। বিশুদ্ধ।
(৪)
আপনার প্রশ্নটি বুঝিনি।দয়াকরে স্পষ্ট করে উল্লেখ করুন।বিস্তারিত জানতে দেখুন-
তাফসীরে মা'রিফুল কোরআন (উর্দু ভার্সন)-২/৪৫১