১)আপনাদের জানামতে কোন কোন সাবান, ফেসওয়াশ, শ্যাম্পু, ক্রিম, লিপজেল, টুথপেষ্ট, এইগুলো হালাল আর ইলুমিনাতির চিহ্ন ও নেই?
২) ঈদ উপলক্ষে অধিকাংশ মেয়েরা যে বেপর্দা হয়ে ছবি দেয়
,তা কি কুফর হবে? আর ঈদের জন্য দামি পোশাক কেনা কি কুফর হবে? (ঈদ উপলক্ষে দামি পোশাক কিনা কি অপচয়ের শামিল?)
৩) মুফতি আব্দুল ওয়াহিদ কে ইনবক্সে কিছু প্রশ্ন করেছি। দেখবেন?
৪) https://ifatwa.info/40566/
এখানে বলা আছে, " কিছু সংখ্যক উলামায়ে কেরাম মিথ্যা বলাকে হাদীসে বর্ণিত তিনটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ রাখেন।কিন্ত বিদগ্ধ গবেষক উলামায়ে কেরাম ঐ সমস্ত বিষয়ের মধ্যেও অনুমিত প্রদান করেছেন যেথায় অন্যের ক্ষতি ব্যতীত নিজের মঙ্গল নিহিত রয়েছে।
আমার প্রশ্ন হচ্ছে এই মিথ্যা বলার সময় যদি নিজের জন্য ভাল হয় কিন্তু কোন কাফেরের জন্য আর্থিক ক্ষতির কারন হয়? তখন কি মিথ্যা বলা জায়েজ থাকবে?