জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আবদুল্লাহ ইবনে আববাস রাযি. থেকে বর্ণিত-
ذكر عنده الوضوء من الطعام، قال الأعمش مرة والحجامة للصائم، فقال : إنما الوضوء مما يخرج وليس مما يدخل، وإنما الفطر مما دخل وليس مما خرج.
শরীর থেকে (কোনো কিছু) বের হলে অযু করতে হয়, প্রবেশ করলে নয়। পক্ষান্তরে রোযা এর উল্টো। রোযার ক্ষেত্রে (কোনো কিছু শরীরে) প্রবেশ করলে রোযা ভেঙ্গে যায়, বের হলে নয়। (ফাতাওয়া হিন্দিয়া ১/২০৪; রদ্দুল মুহতার ২/৪০২)
ولو أدخل إصبعہ في إستہٖ والمرأۃ في فرجہا لا یفسد، إلا إذا کانت مبتلۃ بالماء أو الدہن فحینئذٍ یفسد لوصول الماء أو الدہن۔ (الفتاویٰ الہندیۃ ۱؍۲۰۴)
সারমর্মঃ
যদি কেহ পিছনের রাস্তায় আঙ্গুল প্রবেশ করে,বা কোনো মহিলা গুপ্তাঙ্গের ভিতর আঙ্গুল প্রবেশ করে,যদি সেটি পানি,তৈল দ্বারা ভেজা হয়ে থাকে,তাহলে রোযা ভেঙ্গে যাবে।
وہو أن ما دخل في الجوف إن غاب فیہ فسد وہو المراد بالاستقرار، وإن لم یغب؛ بل بقي طرف منہ في الخارج أو کان متصلاً بشيء في الخارج لا یفسد لعدم استقرارہٖ، ولو مبتلاً فسد لبقاء شيء من البلۃ في الداخل۔ (شامي ۳؍۳۶۹ زکریا)
সারমর্মঃ
যদি কোনো কিছু প্রবেশ করানো হয়,সেটি যদি ভেজা হয়,তাহলে সেটি বের করলেও রোযা ভেঙ্গে যাবে,কারন ভেজার কিছু অংশ তার ভিতরে অবশিষ্ট রয়েছে।
আরো জানুনঃ
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
টিভিএস( ট্রান্সভ্যাজাইনাল সনোগ্রাফি) পরীক্ষা সাধারণত গর্ভাবস্থার ক্ষেত্রে করা হয়।
এই পরীক্ষা চলার সময়,ডাক্তার সাহেব ডিম্বাশয়, যোনি, জরায়ু,ফ্যালোপিয়ান টিউব এবং গর্ভাশয়ের মত স্ত্রী–প্রজনন অঙ্গাণুগুলি পরীক্ষা করেন।এটি হল সেই সকল অঙ্গাণুগুলির একটি আভ্যন্তরীণ পরীক্ষা যেখানে ডাক্তার সাহেব একটি আলট্রাসাউন্ড প্রোব যোনি নালীকায় প্রবেশ করান এবং শব্দ তরঙ্গগুলি গর্ভস্থ ভ্রূণের একটি প্রতিচ্ছবি তৈরী করতে সহায়তা করে।
ডাক্তার সাহেব যোনি পথের মধ্য দিয়ে প্রায় 2-3 ইঞ্চি মত প্রোবটিকে প্রবেশ করাবেন।প্রোবটি একটি পিচ্ছিলকারক আস্তরণ দ্বারা আচ্ছাদিত হয় যার উপরে একটি জেল থাকে যা প্রবেশের পথকে সুগম করে।
(সংগৃহীত)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
যেহেতু প্রশ্নে উল্লেখিত টিভিএস( ট্রান্সভ্যাজাইনাল সনোগ্রাফি) পরীক্ষার ক্ষেত্রে মহিলাদের যোনিতে যেই প্রোবটি প্রবেশ করানো হয়,তাতে পিচ্ছিলকারক কোনো ভেজা কিছু থাকে,তাই এখানে যেহেতু সেই ভেজা কিছু ভিতরে প্রবেশ করে,তাই প্রশ্নে উল্লেখিত ছুরতে রোযা ভেঙ্গে যাবে।
এতে কাজা ওয়াজিব হবে।
তবে এই পরীক্ষার পর গোসল ফরজ হবেনা।
(কেননা এখানে কোনো বির্যপাত হয়না।)
,
হ্যাঁ যদি কোনো ভাবে সেই প্রোবটিতে পিচ্ছিলকারক কোনো ভেজা কিছু না থাকে,বরং শুকনো থাকে,আর এমতাবস্থায় যদি কোনো ভাবে প্রবেশ করানো যায়,তাহলে রোযা ভেঙ্গে যাবেনা।