আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
486 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (56 points)
edited by
اسلام عليكم ورحمة الله وبركاته

১. কোন ব্যক্তি যদি ৭ শতক জমির টাকা নেয় এবং ৬.৫ শতক হস্তগত হয় এবং বাকী কিছু জমি মালিকের বেদখল থাকায় তিনি ক্রেতাকে বলেছিলেন উনারা দখলে নিতে পারলে নিয়ে নিবেন৷ ক্রেতারা অনেক কষ্ট করে টাকা খরচ করে বেদখলি জমি দখলে নিয়েছেন, উল্লেখ্য ক্রেতারা বেদখলি জমি আদৌ দখল করতে পারবেন কিনা এমন আশংকা করে ০.৩১ জমি দলীলে কম তুলেছিলেন কিন্তু, মূল মালিকের মৌখিক স্বীকৃতি ছিল এবং উনি টাকাও পুরো জমিরই নিয়েছিলেন৷ শুধুমাত্র ক্রেতা দলীলে কম তুলেছেন৷ এখানে মালিকের সাথে লেনদেন বা দেনা-পাওনার কোন বিষয় নেই৷ এখন উক্ত ক্রেতা সেখানে বাসার ভিত দিবেন তাই উনার কাছে বাকী জমি দলীলের আবেদন জানালে তাকে হাদিয়াস্বরূপ ২০০০০ টাকাও অফার করা হয়েছিল, কিন্তু উনি দেড় লক্ষ টাকা ছাড়া সাক্ষর দিতে নারাজ৷

এক্ষেত্রে উনার থেকে জোরপূর্বক সাক্ষর নেয়া যায়েজ হবে?

২. উনার কি ১.৫ লক্ষ টাকা মূল হিসেবে বা হাদিয়া হিসেবে চাওয়ার অধিকার আছে? কারণ ঐ জায়গারও অত দাম না সম্ভবত৷ কিন্তু, উনি জায়গাটা ছেড়ে না দিলে ভবিষ্যতে সমস্যা হতে পারে

৩. ভুলে ক্রেতার এক আত্মীয় বলে ফেলেছিলেন যে প্রয়োজনে কাঁধে বন্দুক লাগিয়ে সিগনেচার নিব৷ এটা বলায় কি তার গুনাহ হয়েছে বা তার হক্ব নষ্ট হয়েছে?

৪. ক্রেতার পরিবার সেই ২০০০০ টাকা উনার জন্য হাদিয়া আলাদা করে রেখে যদি দলীলে অন্যভাবে(বৈধ/অবৈধ) দলীল ঠিক করে নেয়(যেহেতু উনি কম টাকায় সাক্ষর দিতে রাজী নন) এটা কি জায়েজ হবে? কারণ, সেখানে কোটি কোটি টাকার ইন্ডাস্ট্রি হবে, জায়গা অন্যের দখলে থাকলে তারা এসে বিরক্ত করতে পারেন

এডিট-

৫. পূর্বের বিক্রেতা ২০০০০ টাকা হাদিয়া নিয়ে সাইন দিতে নারাজ হলে, জমির কাগজ ব্যাকডেট দিয়ে সারিয়ে নেয়া যায়েজ হবে? জমি ক্রেতার সম্পত্তি আপনারা বলেছেন৷ সুতরাং, উনি যদি বিপদের ফায়দা উঠিয়ে অতিরিক্ত টাকা দাবী করেন এবং ক্রেতা তা দিতে অস্বীকৃতি জানায় এবং ব্যাকডেট দিয়ে জমির কাগজ ঠিক করিয়ে নেয় মহুরিকে দিয়ে৷ এটা কি ক্রেতার জন্য জায়েয হবে?

বিদ্র: ক্রেতার জন্য জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ৷ উনার নিজের বাড়ি নেই, বাড়ি না থাকায় মেয়ের বিয়ে দিতে পারছেন না৷ উনার বাড়ি করার আর জায়গাও নেই৷ এখন এক্ষেত্রে উনি ব্যাক ডেটে জমির কাগজ ঠিক করিয়ে নিতে চান৷

1 Answer

0 votes
by (685,860 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
যেহেতু জমির মালিক ইতিপূর্বে দখল বেদখল সম্পূর্ণ জমির টাকা পরিশোধ করেছে, তাই এখন উক্ত সমস্ত জমি একমাত্র জমির মালিকেরই মালিকানাধীন। আর জমির মালিক হল, বিক্রেতা।

আমরা যতটুকু বুঝেছি, সেই আলোকেই বলছি যে, উক্ত বেদখলকৃত জায়গার মালিক ক্রেতাই হবে।


(২)
উনি যদি পূর্বে টাকা গ্রহণ না করে থাকলে এখন উনি গ্রহণ করতে পারবেন।নতুবা পারবেন না।


(৩)
এরকম গোন্ডামি আলোচনাকে ইসলাম কখনো পছন্দ করে না।

(৪)
জ্বী, উনাকে এই হাদিয়া দেয়া যেতে পারে।

(৫)

(৫)
জ্বী, এছাড়া আর কোনো রাস্তা যেহেতু নেই, তাই ব্যাকডেট দিয়ে ত্রেতা জমিকে রেজিষ্টার করিয়ে নিতে পারবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (685,860 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।
by (56 points)
এডিট করেছি৷ দয়া করে উত্তরটা দিলে উপকৃত হতাম৷
by (685,860 points)
জ্বী, দেখছি।আমরা সর্বোচ্ছ চেষ্টা করবো, ইনশা আল্লাহ।
by (685,860 points)
আপনার উত্তর কি পেয়েছেন।আমাদেরকে জানাবেন।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...