আসসালামু আলাইকুম।কয়েকটি বিষয় নিয়ে খুবই চিন্তায় আছি।
১. লুকিয়ে বিয়ে করেছি এবং এই প্লাটফর্মে জিজ্ঞেস করেছি, মুফতি সাহেব বলেছেন জায়েজ হয়েছে, তবুও চিন্তা কমতেছে না।
২ আমি আমার বউকে বলেছিলাম যে তোমার স্বাধীনতা আছে , এই স্বাধীনতার বলতে বুঝিয়েছিলাম এমনি কেনাকাটা কখন কি করবে না করবে সেটা, এজন্য কি তালাক পতিত হবে??এছাড়াও যখন আমি এই প্রশ্নটা লিখছি তখন শুয়তান ওয়াসওয়াসা দিচ্ছে যে এই ২ নং প্রশ্নের প্রথম লাইনের জন্য তালাক হইলো নাকি, কারণ লিখার সময় ওয়াস ওয়াস পাচ্চিলাম যে এই স্বাধীনতা অন্য স্বাধীনতা ;;তবে আমার উদ্দেশ্য ছিলো প্রশ্নটা করা।এক্ষেত্রে কি হবে?
৩. এছাড়াও আমি ও আমার বউ মজা করে আলোচনা করেছিলাম যে যদি বাবা মা মেনে না নেয় তাহলে ওর আরেক জায়গায় বিয়ে হবে, সংসার বাচ্চা হবে।
এর জন্য কি তালাক হয়ে গেছে??
৪. কেউ যদি স্পষ্ট শব্দে উচ্চারণ না করে,, বাতাসে শিষ দেয়ার মাধ্যমে বলে তাহলে কি হবে তালাক?
৫.আরো অনেক বিষয় আগেও জিজ্ঞেস করেছি, মুফতি সাহেবরা বলেছেন তালাক হয় নি।এর পরেও চিন্তায় থাকি।তালাকের ভয়ে স্বাভাবিক জীবন যাপন ও করতে পারছি না।