আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ উস্তায। আমার খালা খুবই ব্যস্ত গৃহিণী, বয়স ৪৫+। উনি ইউটিউব দেখে ইয়োগা করেন মানসিকভাবে রিলিফ পাওয়ার জন্য ও ব্যায়ামের ও জন্য। উল্লেখ্য উনি খুব শান্ত ও ধার্মিক মহিলা।
উনি যাদের ইয়োগা ফলো করেন (ঈমানবিধংসী কোয়ান্টাম মেথড) তা কেন হারাম, ইয়োগার উৎপত্তি যে হিন্দু ধর্মের থেকে, এর মধ্যে শিরক কুফরও বিদ্যমান তা উনাকে বুঝিয়েছি আলিমদের বয়ান হতে। কিন্তু ড. আব্দুল্লাহ খন্দকার জাহাঙ্গীর রহ. বলেছেন সাধারণভাবে ধ্যান মুবাহ, কোয়ান্টামের মধ্যে শিরক ও কুফর বিদ্যমান। তবে ধ্যান না করাই উত্তম। তাহলে কি এর দ্বারা বুঝা যাবে শুধুমাত্র ব্যায়ামের নিয়তে ইয়োগা করা জায়েজ হবে?