আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লহ।
পবিত্র রমাদানে আমার এক পরিচিতের পক্ষ থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি।তার ভাষায়ঃ
১)"জনাব(স্বামী) প্রায়ই ডিভোর্স রিলেটেড বাক্য বলে ফেলেন ইচ্ছা বা অনিচ্ছায়,রাগের পরিমাণ এতো বেশি যে যা আসে মুখে,বলে ফেলেন। যদিও পরবর্তীতে বলেন যে কোনো নিয়াত বা উদ্দেশ্য ছিলো না,আমারও তাই মনে হয়।
রিসেন্টলি,তিনি আমার সাথে রূঢ় ব্যবহার করেন, আর তাতে আমি খুবই মন খারাপ করি,আমি কেন মন খারাপ করলাম, মুড ভালো করছি না কেন,একারণে তিনি রেগে যান এবং বলেন "ভালো না লাগলে এখান থেকে চলে যাও।"
এতে কী তালাক হয়ে যাবে??তিনি বলার সময় আমি যতটুকু বুঝেছি,বাসা থেকে অন্যত্র কোথাও চলে যেতে বলছেন,আর উনাকে এরকম বাক্য নিয়ে আগেও জিগেস করেছি।সবসময়ই বলেন নিয়ত ছিল না।কখনো তালাকের ইচ্ছা থেকে বলেন না।আর যখন জিগেস করি আপনার কী নিয়ত ছিল,তখনই রেগে যান যে,তালাক বিষয় কেন তুলি,এটা তার মাথায় নাকি গেথে যায়,তাই এগুলো শুনতেই চান না।যদিও রাগের বশত এহেন বাক্য বলে থাকেন।তাই এবার আর জিগেস করিনি নিয়ত ছিল কিনা।
২) একজনের হাসব্যান্ড শরীয়াহ মোটামুটি মেনে চললেও দ্বীনের চেয়ে দুনিয়াকে প্রাধান্য দেন।দ্বীনের বুঝ থাকলেও ব্যস্ততার জন্য আমল করেন না।সলাতটাই আদায় করতে পারেন শুধু।এছাড়া বিভিন্ন ক্ষেত্রে তিনি লিবারেল অর্থাৎ টুক টাক ছাড় দেন শরীয়াহতে, যেটা স্ত্রীর কাছে মোটেও ভালো লাগে না যেহেতু স্ত্রী প্রচুর চেষ্টা করেন সহিহ দ্বীন মানার।এক্ষেত্রে দ্বীনকে যেন দুনিয়ার উপরে প্রাধান্য দেন সেজন্য শুধু আল্লাহর হিদায়াত ছাড়া আর আর কিছু দ্বারা কাউকে পরিবর্তন করা যায় না।এক্ষেত্রে দ্বীন স্ট্রিক্টলি ফলো না করার বা স্ত্রীর চেয়ে অধিক তাকওয়া নেই বলে কী স্ত্রীর অন্যত্র বিবাহ করা উচিত হবে?